ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএম কলেজ ছাত্রী নিবাসে সংঘর্ষ, আহত ৯

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ জুলাই ২০১৭

বিএম কলেজ ছাত্রী নিবাসে সংঘর্ষ, আহত ৯

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পেয়ারা পাড়াকে কেন্দ্র করে বরিশাল সরকারী বিএম কলেজ ছাত্রীনিবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কলেজ সংলগ্ন বনমালী ছাত্রীনিবাসে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলো-ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, শারমিন আক্তার, মারিয়া হোসেন, কান্তা ইসলাম, ইসরাত জাহান, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি। ছাত্রীরা জানায়, ছাত্রী নিবাসের ২ নম্বর ভবনের সামনে শেড নির্মাণের জন্য সেখানে পেয়ারা গাছটি কাটার প্রস্তুতি নেয়া হয়। ঠিকাদার জুয়েল ছাত্রীনিবাসের ছাত্রলীগ নেত্রী মুনিরার কাছে জানতে চায় পেয়ারা খাবেন কিনা। তখন মুনিরাসহ কয়েকজন গাছ থেকে পেয়ারা পারতে গেলে অপর ছাত্রলীগ নেত্রী হেনাসহ তার অনুসারীরা বাঁধা দেয়। এ নিয়ে উভয় নেত্রীর মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপাধক্ষ্য ও নিবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার জানান, পেয়ারা পাড়ায় ছাত্রীনিবাসে অবৈধ আবাসী হেনা ও তার অনুসারীরা তাদের ওপর হামলা করে। ওয়ার্ল্ড ভার্সিটিতে ওয়ার্কশপ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে সেলস এ্যাসেসমেন্ট রিপোর্ট শীর্ষক ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, আইকিউএসি-ডব্লিউইউবির ডাইরেক্টর অধ্যাপক একেএম জিয়াউল ইসলাম এবং এডিশনাল ডাইরেক্টর আরিফ সাত্তার। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল জলিল। -বিজ্ঞপ্তি মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই যুবক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে মুক্তিপণ দিয়ে ৭ দিন পর উদ্ধার করা গেছে নাইক্ষ্যংছড়ির অপহৃত দুই যুবক সাদ্দাম ও নুরুল আমিনকে। ৯০ হাজার টাকা পেয়ে শুক্রবার ভোরে ঈদগড় বেঙডেপায় দুই যুবককে ছেড়ে দেয় তারা । পরে বাইশরী পুলিশ তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। গত ৭ জুলাই রাতে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারী চক্র। ফিরে আসা যুবক সাদ্দাম হোসেন ও নুরুল আমিন নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার বাসিন্দা।
×