ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে ছাত্রলীগ সভাপতির কাবিন নিয়ে তোলপাড়!

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ জুলাই ২০১৭

যশোরে ছাত্রলীগ সভাপতির কাবিন নিয়ে তোলপাড়!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহীর বিয়ের কথিত কাবিননামা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন্দ্রে জমা দেয়া ওই কাবিননামাটি ভুয়া দাবি করে রওশন ইকবাল শাহী বলেছেন, তিনি বিয়ে করেননি। ওই কাবিনেরও সত্যতা নেই। সংশ্লিষ্ট ইউনিয়নের কাজী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে প্রতিবেদন দিয়েছেন। সূত্র জানায়, গত ১০ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে রওশন ইকবাল শাহী ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সম্মেলনের পর এক পক্ষ অভিযোগ তোলে নবনির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহী বিবাহিত। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতরা ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারে না। ওই পক্ষটি এই অভিযোগের সপক্ষে একটি কাবিননামাও কেন্দ্রে জমা দিয়েছে। কথিত কাবিননামা অনুযায়ী, সদর উপজেলার দাইতলা ফতেপুর এলাকার সাগর উদ্দিনের মেয়ে ইসরাত বিপাশার সঙ্গে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রওশন ইকবাল শাহীর বিয়ে হয়। এদিকে, এই কাবিননামা নিয়ে তোলপাড় সৃষ্টি হলে নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী দাবি করেন, কথিত কাবিনটি ভুয়া। সীতাকু-ে আক্রান্ত শিশুরা শঙ্কামুক্ত ॥ খাদ্য বিতরণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরাপল্লীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শিশুরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ শিশুর সকলের অবস্থাই উন্নতির দিকে। এদিকে, শুক্রবার সকালে ত্রিপুরা পল্লীর পরিবারগুলোর মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন শিশুদের অবস্থা ভালর দিকে। নতুন করে আর কোন শিশু হাসপাতালে ভর্তি হয়নি। তাদের প্রয়োজনীয় সকল চিকিৎসা প্রদান করা হচ্ছে। তারা কী রোগে আক্রান্ত হয়েছে তা নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যাবে। শুক্রবার সকালে ত্রিপুরা পল্লীর ৬৫ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া এ খাদ্য বিতরণ করেন। পরিবারপ্রতি প্রদান করা হয় ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু এবং এক ডজন করে ডিম। এ সময় প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার ত্রিপুরা পল্লীর নিহত শিশুদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এছাড়া স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম পরিবার প্রতি ৫ হাজার টাকা করে প্রদান করেন এবং পরবর্তীতেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উল্লেখ্য, অজ্ঞাতরোগে গত সপ্তাহে সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ী এলাকায় অবস্থিত ত্রিপুরা পল্লীতে মৃত্যুবরণ করে ৯ শিশু।
×