ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবাধে চলছে বাস-ট্রাক ॥ যানজটে নাকাল নগরবাসী

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ জুলাই ২০১৭

অবাধে চলছে বাস-ট্রাক ॥ যানজটে নাকাল নগরবাসী

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার যাত্রীবাহী বাস দিনের বেলায় শহরের ভেতর দিয়ে যাতায়াতের কারণে ময়মনসিংহ নগরবাসীর দুর্ভোগ এখন চরমে উঠেছে। এ সময় যানজটের ভেতর আটকা পড়ে নষ্ট হচ্ছে নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ। অথচ দিনের বেলা শহরে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে নির্বিকার ময়মনসিংহের ট্রাফিক বিভাগ। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহের বিশিষ্টজনরা। ময়মনসিংহ ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস শহরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয় ভুক্তভোগী সূত্রগুলো জানায়, এ নিষেধাজ্ঞা অমান্য করে দিনে-দুপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের নাকের ডগা দিয়ে শহরে ঢুকছে পণ্যবাহী ট্রাক ও বিভিন্ন কোম্পানির কাভার্ডভানসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস। সূত্রগুলো জানায়, শহরের ব্যস্ততম চরপাড়া মোড় ও সিকে ঘোষ রোড হয়ে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানির অসংখ্য পণ্যবাহী ট্রাক শহরের ছোট বাজার ও বড় বাজার এলাকায় গিয়ে মালামাল আনলোড করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রান্সপোর্ট কোম্পানির মালামাল লোড-আনলোড করার সময় ট্রাফিক পুলিশকে নির্বিকার দেখা যায়। সিকে ঘোষ রোড এলাকায় দিনের বেলায় বিভিন্ন কুরিয়ার সার্ভিস কোম্পানির কাভার্ডভ্যান থেকেও মালামাল লোড-আনলোড করা হচ্ছে খেয়ালখুশিমতো। ব্যস্ততম এ সিকে ঘোষ রোডে এভাবে পণ্যবাহী ট্রাক যাতায়াত ও রাস্তার ওপর কাভার্ডভ্যান থেকে মালামাল লোড-আনলোড করার সময় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। একবার এ জট লাগার পর সেটি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে। এ সময় নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহন সার্ভিসের দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো শহরের টাউন হল মোড় থেকে নতুন বাজার, আরকে মিশন ও চরপাড়া মোড় হয়ে ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কে উঠেছে। ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহন সার্ভিসের দূরপাল্লার অনেক বাস শহরের ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড, বাউন্ডারি রোড, আরকে মিশন রোড ও চরপাড়া মোড় হয়ে ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কে উঠছে। অথচ ফুলবাড়িয়া ও মুক্তাগাছা থেকে ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কে যাওয়ার জন্য বাইপাস সড়ক রয়েছে। একই ভাবে শহরের মাসকান্দা থেকে কেওয়াটখালি বাইপাস সড়কে না গিয়ে হালুয়াঘাটগামী শ্যামলী ও ইমাম পরিবহন সার্ভিসের বাসসহ দূরপাল্লার অনেক বাস শহরের ব্যস্ততম চরপাড়া মোড় ও ভাটিকাশর রাস্তা হয়ে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজে যাচ্ছে। এসব কারণে শহরের টাউন হল মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড, আরকে মিশন রোড, সিকে ঘোষ রোড, রামবাবু রোড, স্টেশন রোড, পাটগুদাম র‌্যালি মোড়, চরপাড়া মোড়, ভাটিকাশর রোড ও পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড়ে প্রতিদিন যানজট হচ্ছে। বিশেষ করে দিনের বেলায় যানজটের কারণে প্রতিদিন অচল হয়ে পড়ছে ময়মনসিংহ শহর। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরাফ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস শহর হয়ে যাতায়াতের কারণে শহরে নিত্যদিনের এমন যানজট মেনে নেয়া যায় না। ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান জানান, ট্রাফিক পুলিশের নির্বিকার ভূমিকার কারণেই নগরবাসীকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, আইন অমান্য করে যেসব পণ্যবাহী ট্রাক ও বাস শহরে ঢুকছে তাদের জরিমাণাসহ মামলা দেয়া হচ্ছে।
×