ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অপহৃত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ জুলাই ২০১৭

গাজীপুরে অপহৃত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিপণের দাবিতে অপহরণের চার দিন পর প্রবাসীর মেয়ের বস্তাবন্দী অর্ধগলিত লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের প্রাইভেট শিক্ষকসহ আটজনকে আটক করেছে। নিহতের নাম বিথী আক্তার (সাড়ে ৫)। সে শরীয়তপুর জেলার নড়িয়া থানার নড়িয়া বাজার এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। পুলিশ, নিহতের মা নাসিমা ও স্থানীয়রা জানায়, বোর্ড বাজারের বাদেকলমেশ্বর এলাকায় দুলালের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে একমাত্র সন্তান বিথীকে নিয়ে বিল্লালের স্ত্রী নাসিমা আক্তার ভাড়া থাকেন। বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। বিথী স্থানীয় হোসেন আলী কিন্ডারগার্টেনের কেজি শ্রেণীর ছাত্রী। গত সোমবার বিকেলে বাসার পাশে খেলাধুলা করার সময় অপহরণকারীরা কৌশলে বিথীকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বিথীর পরিবারের কাছে মোবাইলে ফোন করে অপহরণের ঘটনা জানায় এবং প্রথমে চার লাখ ও পরে তিন লাখ এবং সর্বশেষে দু’লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে, বিথীর স্বজনরা গত তিন দিন ধরে এলাকায় মাইকিং করে ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বিথীর হদিস পাননি। একপর্যায়ে বিথীর নানা বাদী হয়ে বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার ভোরে পচা দুর্গন্ধের সূত্র ধরে ওই বাড়ির বাইরে নিচতলার টয়লেটের সানশেডের উপরে রাখা প্লাস্টিকের বস্তায় বন্দী বিথীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের প্রাইভেট শিক্ষক অপুসহ আটজনকে আটক করেছে। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া গ্রামে রাকিব (৯) নামের শিশু নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রাকিব বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। একই গ্রামের মুরগির খামারের পাশ থেকে পুলিশ শুক্রবার দুপুর ১২টায় রাকিবের মৃতদেহ উদ্ধার করে। মুরগির ফার্মের চারপাশে বৈদ্যুতিক বেষ্টনী দেয়া ছিল। পুলিশের ধারণা, বিদ্যুত তড়িতাহত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। রাকিবের হাতে ও পায়ে বিদ্যুতজনিত আঘাতের আলামত রয়েছে। এ ঘটনার পর থেকে ফার্মটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
×