ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় হত ৫

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ জুলাই ২০১৭

সড়ক দুর্ঘটনায় হত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে দুই, মাদারীপুর ও বগুড়ায় একজন করে নিহত হয়েছেন। পটিয়ায় আহত হয়েছেন ২৫ যাত্রী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নরসিংদী ॥ একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিলে পত্রিকাবাহী মাইক্রোবাসের সুপারভাইজারসহ ২জন নিহত ও অপর ৫জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার গাংপারে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উল্লেখিত স্থানে পণ্যবাহী একটি দ-ায়মান ট্রাকের পেছন দিক থেকে আসা পত্রিকাবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয় । এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় মাইক্রোবাসের সুপারভাইজার আবদুল মালেক (৪৫) ও যাত্রী আলাউদ্দীন (২০) ঘটনাস্থলেই নিহত হয় এবং যাত্রী আতাউর রহমান (৪০), তার স্ত্রী রহিমা বেগম (৩৪), মেয়ে সামিয়া (৯) ও অপর যাত্রী মাছুদ হোসেন (৪৫), সুমন (৩৫) আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর ॥ সড়ক দুর্ঘটনায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মোঃ আলী ওমর (৬৪) নিহত হয়েছেন। এ সময় বিক্রয় প্রতিনিধি আহত হন। জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে আলী ওমর ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কৃষ্ণপদ মোটরসাইকেলে শিবচর ফিরছিলেন। হাজী শরিয়তউল্লাহ সেতুর পূর্বপারে মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আলী ওমর ও চালক কৃষ্ণপদ গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আলী ওমর মারা যান। বগুড়া ॥ শুক্রবার সকালে বগুড়া-রংপুর সড়কে বগুড়ার বাঘোপাড়া এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে নুরুরন্নবী (৬৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় ৭ জন।পুলিশ জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহন বাসের সঙ্গে বিপরতী দিকগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পটিয়া ॥ একটি নাইটকোচ মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে জাকির, হাবিবুর রহমান, রাজীব মার্মা, নুরুল আজীম, ওসমান, ইলিয়াছ, রোমান, প্রমান বড়য়া, মুস্তাক নাদিমকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫জনকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সকাল পৌনে ৭টায় এই ঘটনা ঘটে।
×