ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদার দাবিতে ভেদরগঞ্জে বাড়ি ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ জুলাই ২০১৭

 চাঁদার দাবিতে ভেদরগঞ্জে বাড়ি ভাংচুর ও লুটপাট

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ জুলাই ॥ চাঁদা না পেয়ে বসতঘর ভাংচুর, লুটপাট ও ঘরে ঢুকে পিটিয়ে একই পরিবারের পাঁচজনকে আহত করার ঘটনায় গত তিন দিনেও মামলা নেয়নি ভেদরগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখন নিরূপায় হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার জন্য আদালতে ধর্ণা দিচ্ছে। পুলিশ ভুক্তভোগী পরিবারের সদস্যদের উল্টো গালিগালাজ করেছে বলে অভিযোগ করেছে তারা। এদিকে এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিবারটিকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ভেনপা বাজার এলাকার কুদ্দুস ওঁঝা নিজের জমিতে নতুন ঘর তুলছিলেন এবং এই ঘর তোলাকে কেন্দ্র করে একই এলাকার বাদল ওঁঝা, রুহুল আমীন ওঁঝা, চঞ্চল হাওলাদার গং তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এতে কুদ্দুস ওঁঝা চাঁদা দিতে অস্বীকার করলে বুধবার দুপুরে বাদল ওঁঝা, রুহুল আমীন ওঁঝা, চঞ্চল হাওলাদারের নেতৃতে তাদের অনুসারীরা দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কুদ্দুস ওঁঝার বাড়িতে হামলা করে বসতঘর ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা কুদ্দুস ওঁঝার বাবা সামছুদ্দিন ওঁঝা, স্ত্রী ডলি বেগম, কন্যা বিথী আক্তার ও মমতাজ বেগমকে বেদম মারপিট করে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ চার লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে বলে ভিকটিমের পরিবার অভিযোগ করেছে। এদিকে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে রুহুল আমীন ওঁঝা বলেছেন, ওরা নিজেরাই নিজেদের ঘর ভাংচুর করেছে। মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৪ জুলাই ॥ কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। শুক্রবার সকাল ১০টায় পৌরসভার ডাইভারশন রোডে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন তলা ভবন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন প্রমুখ। গাইবান্ধায় পুরস্কার বিতরণী নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ জুলাই ॥ গাইবান্ধা সুরবাণী সংসদের সহযোগিতায় শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশব্যাপী এক নৃত্য প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবুর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রতিযোগিতা উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও সাংস্কৃতিক কর্মী একেএম শামীম আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী রবিউল ইসলাম স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান আশিক।
×