ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে হামলায় নারীসহ আহত ১০

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ জুলাই ২০১৭

মুন্সীগঞ্জে হামলায় নারীসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালিঞ্জিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। আহতরা সোবহান শেখ, জানাহানার বেগম, আরজু বেগম, বাছেদ, সোহেল আসলাম শেখকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, কালিঞ্জিপাড়া গ্রামের কানা বাচ্চু শেখের সঙ্গে একই গ্রামের সোবাহান শেখের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়েছে। এতে সমাধান না হওয়ায় সোবাহান শেখ আদালতে মামলা করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একের ভেতর ৬২! পুলিশ দেখে পালালেন ডাক্তার নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ জুলাই ॥ এক মেশিনে ৬২ রোগের পরীক্ষা করা হয়। এ যন্ত্রের নাম কোয়ান্টাম রিসেনেন্স ম্যাগনেটিক এ্যানালাইজার। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও কথিত স্বাস্থ্য কনসালটেন্ট জিএ আসলাম এ যন্ত্রে পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। পরীক্ষা ও ব্যবস্থাপত্র বাবদ তিনি এক হাজার টাকা আদায় করছেন। জানা গেছে হাসপাতাল সড়কের হোটেল মুনের নিচ তলার এক কক্ষে চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাস্থ্য কনসালটেন্ট জিএ আসলাম রোগী দেখার জন্য চেম্বার করেন। বৃহস্পতিবার সকাল থেকে রোগী দেখা শুরু করে। দিনভর রোগীদের কোয়ান্টাম রিসেনেন্স ম্যাগনেটিক এ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করে রোগের ধরন অনুসারে ব্যবস্থাপত্র দেয়। এ ব্যবস্থাপত্র বাবদ এক হাজার টাকা আদায় করছেন। ব্যবস্থাপত্র নিয়ে রোগীরা তার নির্ধারিত তিয়ানশি কোম্পানির ওষুধ কেনে। রোগীরা অভিযোগ করে কথিত চিকিৎসক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় তার চেম্বারে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিএ আসলাম চেম্বার ছেড়ে পালিয়ে যান।
×