ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধ্যপাড়া খনির অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নির্বাচন

প্রকাশিত: ০৫:৫২, ১৫ জুলাই ২০১৭

মধ্যপাড়া খনির অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১৪ জুলাই ॥ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতরা হলেনÑ সভাপতি মোঃ মনোয়ার শাহ, সাধারণ সম্পাদক, মোঃ অবায়দুল্লাহ, অর্থ সম্পাদক আব্দুর রাফউ, সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলেনুর বানু, সাংগঠনিক ও দফতর গোলাম মোস্তফা, কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার, প্রকাশনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নেপালের প্রতিনিধি দলের সাক্ষাত সিতারাম ভ্যাটারাই, সিনিয়র এডমিনিসট্রেশন এ্যাসিস্টেন্ট, রিসার্চ ডিভিশন, ইউজিসি, নেপালের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট নেপালের ইউজিসি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে বৃহস্পতিবার তার দফতরে এক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রফেসর মান্নান প্রতিনিধি দলকে ইউজিসির সংক্ষিপ্ত ইতিহাস ও কর্মকা- এবং বাংলাদেশের উচ্চশিক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি এবং ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি এনএসইউয়ে সেমিনার বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে ‘সক্রিয় শিক্ষার নির্ণায়কসমূহ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিস বিভাগ এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পেনসেলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এমিরেটাস এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। -বিজ্ঞপ্তি ইস্টার্ন ভার্সিটিতে শিক্ষার্থী সহায়তা কার্যক্রম উদ্বোধন ইস্টার্ন ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত কল্পে শিক্ষার্থী সহায়তা কার্যক্রম বুধবার চালু করা হয়। ধানম-ির বিশ্ববিদ্যালয়টির সেমিনার হলে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসেন, রেজিস্ট্রার আবুল বাশার খান, অনুষদটির ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, চেয়ারম্যান অলি আহাদ ঠাকুর, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। -বিজ্ঞপ্তি
×