ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারপতি আনোয়ারুলের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকর‌্যালি

প্রকাশিত: ০৫:৫২, ১৫ জুলাই ২০১৭

বিচারপতি আনোয়ারুলের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকর‌্যালি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ জুলাই ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শোকর‌্যালিতে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সংগঠন আলোর মিছিলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শোকসভায় মিলিত হয়। শোকসভায় জেলা যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান, ব্যাংকার মোতাহার হোসেন, ডাঃ মোবারক হোসেন, ডাঃ মোকাররম হোসেন, সাংবাদিক শফিক কবির, ফারুকুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বিচার কার্যক্রমে অনন্য ভূমিকা পালন করেন। এজন্য কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের চেতনাবিশ্বাসী সর্বস্তরের মানুষ তাকে আজীবন স্মরণ করবে বলে জানান তারা। ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ॥ গ্রেফতার তিন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে দু’দিন আটক রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রিপন, দেলোয়ার হোসেন দেলু ও জুয়েল। শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ও চৌঘরিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ধর্ষিতার নানা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলটি দায়ের করে। ঘটনার প্রধান আসামি সুজন এখনও গ্রেফতার হয়নি। জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক সুজন প্রাইভেটকারযোগে এসে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকা থেকে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে দু’দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণ করে।
×