ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পথচারীদের আইন মেনে চলার জন্য রাজপথে শপথ

প্রকাশিত: ০৫:৫০, ১৫ জুলাই ২০১৭

পথচারীদের আইন মেনে চলার জন্য রাজপথে শপথ

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের আইন মেনে চলার জন্য রাজপথে শপথ নিয়েছেন ছয়টি সামাজিক সংগঠনের সদস্যরা। শুক্রবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ শপথ পাঠ করান। জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সড়কপথের গণহত্যা বন্ধ কর, সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত কর’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে এ শপথ পাঠ করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনার জন্য আইন অমান্যকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, উল্টা পথে গাড়ি চালানোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। যারা উল্টা পথে গাড়ি চালানোর বিরুদ্ধে আইন তৈরি করে তারাই আবার উল্টা পথে গাড়ি চালায়। সড়কে নিরাপত্তার জন্য আমি দীর্ঘ ২৪ বছর ধরে আন্দোলন করছি। দুর্ঘটনা প্রতিরোধে আইন মানতে হবে সবাইকে। তিনি বলেন, বিচার বিভাগ সড়ক দুর্ঘটনা রোধে অনেক রুল জারি করেছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচারকের গাড়ি উল্টা পথে চলে, এ দুঃখ কার কাছে বলব। এটা চলতে থাকলে জনসাধারণ তাদের কাছ থেকে কি শিখবে? সমাবেশে নিরাপদ সড়কের জন্য কয়েকটি সুপারিশ শাহ জাহান মৃধা (বেনু)। সুপারিশগুলো হলোÑ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর যুগোপযুগী সংশোধনী আনা ও বাস্তবায়ন করা, অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলের উপোযোগী পরিবেশ তৈরি, ভুয়া লাইসেন্সধারী চালকের শাস্তির ব্যবস্থা, গাড়ি চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা এবং বিআরটিএকে স্বচ্ছ ও কার্যকর করা। সমাবেশে আরও বক্তব্য রাখেনÑ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, আইনজীবী সাইফুল আনাম, লায়ন গণি মিয়া বাবুল প্রমুখ। নিরাপদ সড়ক চাই ছাড়াও ল্যাব-০২, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রিন ভয়েস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সভা স্থগিত স্টাফ রিপোর্টার ॥ বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আজ শনিবারের সভা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। রিট দায়েরের পর আদালত মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভা আহ্বান অবৈধ ও স্থগিতাদেশসহ রুল নিশি জারি করেছেন। মেয়াদ উত্তীর্ণ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন স্বাক্ষরিত পত্রে শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সভা আহ্বান করা হয়। এই সমাবেশ স্থগিত চেয়ে কাজী বজলুল রহমান হাইকোর্টে রিট দায়ের করেন। রিট পিটিশন নং -৯৭২৭/২০১৭। আদালত উভয়পক্ষের শুনানি শেষে উপরোক্ত আদেশ প্রদান করেছে। রিটকারীর প্্ক্েষ ছিলেন এ্যাডভোকেট আনজুমান আরা বেগম। উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৭ জুন।
×