ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লিউয়ের মৃত্যুতে বিদেশী সমালোচনা প্রত্যাখ্যান চীনের

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ জুলাই ২০১৭

লিউয়ের মৃত্যুতে বিদেশী সমালোচনা প্রত্যাখ্যান চীনের

বিশিষ্ট ভিন্নমতাবলম্বী ক্যান্সার রোগী লিউ জিয়াওবোয়ের মৃত্যুর জন্য আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। খবর বিবিসি অনলাইনের। বেজিং বলেছে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং তাই অসমীচীন মন্তব্য করার কোন সুযোগ নেই অন্য দেশের। এ মানবাধিকার কর্মী বৃহস্পতিবার বিকেলে ৬১ বছর বয়সে লিভার ক্যান্সারে হাসপাতালে মারা যান। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১১ বছরের কারাদ- ভোগ করছিলেন তিনি। নবেল কমিটি বলেছে, তার মৃত্যুর জন্য চীনের ব্যাপক দায় রয়েছে। কমিটি তাকে ২০১০ সালে শান্তি পুরস্কারে ভূষিত করে। তার স্ত্রী কবি লিউ জিয়াকে গৃহবন্দী থেকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তার প্রধান চিকিৎসক তেং ইউই বলেছেন, লিউয়ের মৃত্যুর সময় তার স্ত্রী ও অন্য আত্মীয়-স্বজনরা তার কাছে ছিলেন। লিউ জিয়ার প্রতি তার শেষ কথাটি হচ্ছে, ‘ভাল থেকো’। নবেল কমিটি একে অকাল মৃত্যু বলে উল্লেখ করে বলেছে, চীন কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি না দেয়ায় অত্যন্ত ক্ষতি হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী মিগমার গ্যাব্রিয়েল বলেছেন, তাকে বিদেশে স্থানান্তরের অনুমতি দেয়া হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক। তিনি এক বিবৃতিতে বলেন, লিউয়ের ক্যান্সার বেশ আগেই শনাক্ত করা সম্ভব হয়েছিল কিনা দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে সে প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্ব রয়েছে চীনের। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও বলেছেন যে, লিউকে বিদেশে যেতে অনুমতি না দেয়া চীনের জন্য ভুল হয়েছে। মেক্সিকোয় শিশুদের উৎসবে গুলি ॥ নিহত ১১ মেক্সিকোর ইদালগো রাজ্যের তিজাইউকাতে শিশুদের জন্মদিনের উৎসবে মুখোশ পরা এক ব্যক্তি ঢুকে হামলা চালিয়েছে। এতে ১১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে, ঘটনাস্থলে তারা তিনজন শিশুকে জীবিত অবস্থায় পেয়েছেন। তবে ১১ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসির। তিজাইউকার আবাসিক এলাকার বাইরে একটি তাঁবুর মধ্যে ওই জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়। মেক্সিকোতে মাদক ব্যবসায়ী চক্রের বিরোধিতার জের ধরে সহিংসতার ঘটনা বেড়েছে। জরিপ বলছে, মে মাসে এ ধরনের সহিংসতায় নিহত হয়েছেন দুই হাজার ১৮৬ জন। সম্প্রতি দেখা যাচ্ছে, এ ধরনের সহিংস হামলার শিকার শিশুসহ পরিবারের অন্য সদস্যরাও হচ্ছেন।
×