ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন জনকণ্ঠ সংবাদদাতা

প্রকাশিত: ০৫:৪১, ১৫ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন জনকণ্ঠ সংবাদদাতা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্যক্তি পর্যায়ে বাগান গড়ে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৬’-এর জন্য মনোনীত হয়েছেন জনকণ্ঠের বোয়ালখালী সংবাদদাতা মুহাম্মদ মহিউদ্দিন। নিজ বাড়িতে ৩৬ প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণের জন্য তিনি এবং তার মা সুফিয়া খাতুন এ পুরস্কারের জন্য মনোনীত হন। কাল রবিবার রাজধানীর আগারগাঁও বন অধিদফতরে অনুষ্ঠেয় জাতীয় বৃক্ষমেলা-২০১৭-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করবেন। সুফিয়া বেগম জানান, ২০০৪ সালে চট্টগ্রামের বোয়ালখালীর ইমামুল্লারচর এলাকায় নতুন বাড়ি করার পর সেখানে বাড়ির সৌন্দর্যবর্ধন করতে ১৬০টি নারকেল গাছ রোপণ করা হয়। এরপর ৩৫ প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছ রোপণ করে গড়ে তোলা হয় ব্যক্তি পর্যায়ের বাগান। দুই একর জায়গাজুড়ে প্রায় আড়াই হাজার দেশীয় বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ নিয়ে গড়ে তোলা এ বাগানে রয়েছেÑ নারকেল, আম, আমড়া, টক বেলুম্বা, মাল্টা, কাঁঠাল, জলপাই, লিচু, আমলকী, পেয়ারা, লেবু, সফেদা, সুপারি, আতা, জাম্বুরা, বরই, জামরুল, হরীতকী, গামারি, গর্জন, মেহগনি, বেলজিয়াম, সেগুন, আকাশমণি, রেইন ট্রি, কড়ই, নিম, অর্জুন, বকুল, চাঁপা, কৃষ্ণচূড়া, বেত, বাঁশ, মেহেদী এবং নানা প্রজাতির গাছ। পুরস্কারের জন্য মনোনীত জনকণ্ঠ সংবাদদাতা মহিউদ্দিন মুহাম্মদ মফিজুল হক মাস্টারের ছেলে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-১৬’-এর জন্য মনোনীত হয়েছেন বোয়ালখালীর মুহাম্মদ মহিউদ্দিন ও তার মা সুফিয়া বেগম। এছাড়া চট্টগ্রাম বিভাগে কলেজ-বিদ্যালয় ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আর বাড়ির ছাদে বাগান সৃজনে মনোনীত হয়েছেন চট্টগ্রামের পাহাড়তলী এলাকার আব্দুল্লাহ খানের স্ত্রী শবনম আরা বেগম।
×