ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় দাঁত

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ জুলাই ২০১৭

সবচেয়ে বড় দাঁত

ভারতের গুজরাটের ১৮ বছর বয়সী আর্ভিল প্যাটেলের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। কারণ, তার মুখ থেকে যে বিশাল আকৃতির গজদাঁতটি তোলা হলো, সেটাই বিশ্বের সব থেকে বড় দাঁতের স্বীকৃতি পেল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কাছ থেকে। আর্ভিল প্যাটেলের গজদাঁতটি ৩.৬৭ সেন্টিমিটার বা ১.৪৪ ইঞ্চি লম্বা! এর আগে এই রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের লু হুই জিংয়ের দখলে। ২০০৯ সালের ৬ এপ্রিল তার দাঁতটি তুলেছিলেন ডাক্তার এনজি লেচু। লু হুই জিংয়ের দাঁতটির দৈর্ঘ্য ছিল ৩.২ সেন্টিমিটার। আর্ভিল প্যাটেলের দাঁতটি তুললেন ডাক্তার জাইমিন প্যাটেল। তিনি বলেছেন, ‘আমার রোগী বলেছিল, ওর দাঁতটার জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর আমরা সেটাকে তোলার সিদ্ধান্ত নিই।’ এই বড় দাঁতটি তোলার পর এখন সুস্থ রয়েছেন আর্ভিল প্যাটেল। বেড়েছে তার আত্মবিশ্বাসও। সঙ্গে উঠে যাওয়া দাঁতের জন্যই তার নাম উঠে গেল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। -ডেইলি মেইল
×