ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হজের মেডিক্যাল ও প্রশাসনিক টিম গঠন

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ জুলাই ২০১৭

হজের মেডিক্যাল ও প্রশাসনিক টিম গঠন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হাজীদের চিকিৎসা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে মেডিক্যাল ও প্রশাসনিক টিম গঠন করা হয়েছে। এতে মক্কায় বাংলাদেশী হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৬৭ সদস্যবিশিষ্ট হজ মেডিক্যাল দল ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে ১১৫ জন চিকিৎসক, ৯৭ জন নার্স, ব্রাদার, ৪৩ জন ফার্মাসিস্ট ও ১২ জন স্বাস্থ্য সহকারী, প্যারামেডিক্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ এনায়েত হোসেন চিকিৎসক দলনেতার দায়িত্ব পালন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। দুই পর্যায়ে মেডিক্যাল টিমের সদস্যরা সৌদি আরব যাবেন। প্রথম দলটি এনায়েত হোসেনের নেতৃত্বে ২২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর ও দ্বিতীয় দলটি লে. কর্নেল জুলফিকার আলমের নেতৃত্বে ২৪ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম দেখাশোনা, সমন্বয়, হজযাত্রীর সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ৫৪ সদস্যবিশিষ্ট পৃথক দুটি হজ প্রশাসনিক দল ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ফয়েজ আহমেদ ভূঁইয়া ও যুগ্ম সচিব মোঃ হাফিজউদ্দিন পৃথক দুটি প্রশাসনিক দলের দলনেতা হিসেবে নেতৃত্ব দেবেন। সিনিয়র সহকারী সচিব মোঃ আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক দলে একাধিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পরিচালকসহ অন্য কর্মকর্তারা রয়েছেন। প্রথম দলটি ২৭ জুলাই মক্কায় যাবে এবং ৬ সেপ্টেম্বর দেশে ফিরবে। দ্বিতীয় দলটি ১০ আগস্ট মক্কা গিয়ে ১৪ সেপ্টেম্বর দেশে ফিরবে। প্রশাসনিক দলের সদস্যরা মক্কা, জেদ্দা, মদিনা, আরাফাহ ও মুজদালিফায় দায়িত্ব পালন করবেন।
×