ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে বৌ-ভাতের অতিথিদের ওপর হামলা, আহত ২০

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ জুলাই ২০১৭

চাঁদা না পেয়ে বৌ-ভাতের অতিথিদের ওপর হামলা, আহত ২০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে চাঁদার দাবিতে পৃথক ৩ স্থানে হামলা, মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শরণখোলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে বখাটে আল-আমিন তালুকদার ও তার সহযোগীরা সৌদী প্রবাসী আবু সালেহের পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে বৃহস্পতিবার রাতে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। তাদের বেপরোয়া মারপিট করে। প্রবাসীর স্ত্রী আয়শা আক্তার (২৫) ও তার ছোট ভাইয়ের স্ত্রী শিরিন আক্তার (১৯) গুরুতর আহত হয়। তাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ঘটনায় আবু সালেহর পিতা আবদুল আউয়াল বাদী হয়ে থানায় মামলা করেছেন। অপরদিকে, একই রাতে রামপালের উজোলকুড় ইউনিয়নের ভরসাপুরে চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আছাদ শেখ (৩০) নামে এক যুবককে বেধড়ক মারধর করে ৫৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আসাদ সেখ দর্পনারায়ণপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জিল্লুর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার বিকেলে বৌ-ভাতের অনুষ্ঠানে যাওয়ার সময় মোড়েলগঞ্জের মহিশপুরা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদার টাকা না পেয়ে অতিথিদের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে আহত হৃদয় শীল (১৮) ও চন্দ্রকান্ত শীল, কানন শীল, অর্চনা শীল, বাসনা শীল, অনু শীল, সান্তনা শীল, ফাতেমা বেগম, শিশু রাজ, ও অনিমা শীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ওই অতিথিদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও ৪টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হোগলাপাশা গ্রামের পাচু মোল্লার ছেলে মোজাহের মোল্লাকে আটক করেছে। হামলায় আহত কনের মা অনিতা শীল জানান, তারা ফকিরহাট থেকে ৪৫ জন লোক নিয়ে নববিবাহিতা মেয়ের শ্বশুরবাড়ি মোড়েলগঞ্জের বৌলপুর গ্রামের নিতাই শীলের বাড়িতে যাচ্ছিলেন।
×