ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে শিক্ষামন্ত্রী

অপকর্মে জড়িত শিক্ষক নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন হচ্ছে

প্রকাশিত: ০৮:৪৯, ১৪ জুলাই ২০১৭

অপকর্মে জড়িত শিক্ষক নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ শিক্ষক নামধারী যারা শিক্ষকদের মান-মর্যাদা নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, টাকা নিয়ে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন এসব শিক্ষক নামধারী। আমরা কোথায় যাচ্ছি? এরা আসলে শিক্ষক না, শিক্ষক নামধারী। এরা আমাদের সম্মানিত শিক্ষকদের মান-মর্যাদা নষ্ট করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেনা বাপ্পির সম্পূরক প্রশ্নের জবাবে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এখন এটিই বড় চ্যালেঞ্জ। এসব নামধারী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু কার্যকর ব্যবস্থা নিতে পারছি না আইন না থাকার কারণে। আশা করি আগামী অধিবেশনেই আইনটি পাস হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা আমাদের মাথার মণি। আমাদের নিয়ামক শক্তি। শিক্ষক ছাড়া আমরা কোন কাজেই সফল হতে পারব না। আমরা হলাম কর্মী। কর্মী হিসেবে তাদের কাজ সফল করার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু অনেক শিক্ষক এমন সব কাজ করছেন যা শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমাদের সম্মানীয় শিক্ষকদের মান-মর্যাদা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যার জন্য কতগুলো কঠোর ব্যবস্থা নিচ্ছি। অনেক শিক্ষক আছেন ক্লাসে ঠিকমতো পড়ান না। প্রাইভেট পড়লে ঠিকমতো পড়ান। এরাই গাইড বই, নোট বইয়ের দিকে শিক্ষার্থীদের দৃষ্টি ঘোরান। এমপিওভুক্তি নিয়ে নীতিমালা হচ্ছে এমপিওভুক্তির বিষয়ে যুক্তিসঙ্গত একটি ব্যবস্থা বা নীতিমালা প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। অর্থ বিভাগ কর্তৃক কমিটি গঠনসংক্রান্ত পরিপত্র জারির অপেক্ষায় রয়েছে। কমিটির পক্ষ থেকে রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে অর্থমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দেবেন বলে আমরা আশাবাদী। জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে দেশে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৮ হাজার ১৫৮টি, এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭২২টি। ২৭৮টি পরিত্যক্ত বাড়ি বেদখলে বর্তমানে ২৭৮টি পরিত্যক্ত বাড়ি বেদখলে রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দখলকারীরা বিভিন্ন আদালতে মামলা করে অবৈধভাবে দখলে রেখেছেন বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, সরকারী আবাসন পরিদফতর ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের অধীনে মোট ২৭৮টি বাড়ি বেদখলে রয়েছে। এরমধ্যে সরকারী পরিদফতরের নিয়ন্ত্রণাধীন ঢাকা ও চট্টগ্রামে ১২৪টি পরিত্যক্ত বাড়ি এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড, ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের আওতায় ১৫৪টি বাড়ি বেদখল রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। ৪৯ দেশে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। হংকংভিত্তিক এএসআইএ স্যাট-৭ স্যাটেলাইটের মাধ্যমে এসব দেশে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে এমন দেশগুলোর মধ্যে রয়েছেÑ ভারত, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ইয়েমেন, ওমান, লেবানন, জর্ডান, ইসরাইল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, আরমেনিয়া, গ্রীস, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তান, কম্বডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তুরস্ক, আজারবাইজান, কিরগিজিস্তান, জর্জিয়া, লাওস, সিরিয়া, তাইওয়ান, তুর্কিমেনিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
×