ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের আট বিদ্রোহী দুই ও বিএনপির এক প্রার্থী জয়ী

প্রকাশিত: ০৮:৩৯, ১৪ জুলাই ২০১৭

আওয়ামী লীগের আট বিদ্রোহী দুই ও বিএনপির এক প্রার্থী জয়ী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জুলাই ॥ সদর ও মধুপুর উপজেলার ১১ ইউনিয়নে বৃহস্পতিবার দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ আটটি, আওয়ামী লীগ বিদ্রোহী দুটি এবং বিএনপি একটিতে জয়লাভ করেছে। জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ একটি, বিএনপি একটি এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া মধুপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সাতজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। মধুপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুড়ালিয়া ইউনিয়নে আহাম্মদ আলী (আওয়ামী লীগ), মহিষমারা ইউনিয়নে কাজী আব্দুল মোতালেব (আওয়ামী লীগ), আউশনারা ইউনিয়নে গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), বেরীবাইদ ইউনিয়নে জুলহাস উদ্দিন (আওয়ামী লীগ), অরণখোলা ইউনিয়নে আব্দুর রহিম (আওয়ামী লীগ), কুড়াগাছা ইউনিয়নে ফজলুল হক সরকার (আওয়ামী লীগ), ফুলবাগচালা ইউনিয়নে রেজাউল করিম বেনু (আওয়ামী লীগ) এবং শোলাকুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন বিজয়ী হয়েছেন।
×