ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ

সাফাতসহ ৫ জনের বিচার শুরু

প্রকাশিত: ০৮:১৬, ১৪ জুলাই ২০১৭

 সাফাতসহ ৫ জনের বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করে এই বিচার শুরু করেন। ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আকবর জানান, চার্জ গঠনকৃতদের মধ্যে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগে এবং অপর ৩ আসামিÑসাদমান সাকিব, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। শুনানির সময় কারাগারে থাকা ওই সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত চার্জ গঠনের আদেশ দিলে পাবলিক প্রসিকিউটর চার্জ পড়ে শোনানোর পর তাদের দোষী না নির্দোষ জিজ্ঞাসা করলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর আদালত আগামী ২৪ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে। এদিকে চার্জ গঠনের পর আসামিদের জামিনের প্রার্থনা করে শুনানি করা হলে বিচারক তা নাকচ করেন। আসামি নাঈম আশরাফের পক্ষে আইনজীবী এবিএম খায়রুল ইসলাম লিটন, সাদমান সাকিবের পক্ষে আইনজীবী আব্দুর রহমান হাওলাদার এবং সাফাতসহ অপর ২ আসামির পক্ষে কাজী নজিবউল্লাহ হিরু ও হেমায়েত উদ্দিন মোল্লা জামিন ও অব্যাহতির আবেদন করে শুনানি করেন।
×