ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনের নোবেল জয়ী লিউ জিয়াওবো আর নেই

প্রকাশিত: ০৭:৪৩, ১৪ জুলাই ২০১৭

চীনের নোবেল জয়ী লিউ জিয়াওবো আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ শান্তিতে নোবেল পুরস্কার জয়ী চীনা ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবো মারা গেছেন। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াং নগরীর সরকার বৃহস্পতিবার এ মৃত্যু সংবাদ দিয়েছে। সেখানে তার লিভার ক্যান্সারের চিকিৎসা চলছিল। খবর বিবিসির। শেনইয়াংয়ের ‘ব্যুরো অব জাস্টিস’ এক বিবৃতিতে তাদের ওয়েবসাইটে বলেছে, ৬১ বছর বয়স্ক লিউয়ের কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ অচল হয়ে পড়েছিল। ফলে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। চীনে মানবাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কারের জন্য কাজ করে যাওয়া লিউ ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেয়ার অভিযোগে তাকে ১১ বছরের কারাদ- দিয়েছিল চীন সরকার। চীনে আমূল রাজনৈতিক সংস্কারের দাবিতে অন্যান্য মানবাধিকার কর্মীর সঙ্গে ‘চার্টার ৮’ শীর্ষক একটি পিটিশনও সই করেছিলেন লিউ। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে মানবাধিকার প্রচারকর্মী হওয়া লিউকে অপরাধীর তকমা দিয়েছিল কর্তৃপক্ষ। তার মৃত্যুর জন্য চীন সরকার ‘গুরুতরভাবে দায়ী’ বলেই জানিয়েছে নোবেল কমিটি।
×