ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ জুলাই ২০১৭

ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুকের আমন্ত্রণে ভুটান সফররত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন বর্তমান পঞ্চম রাজা ওয়াংচুক, চতুর্থ রাজা জিগমে সিংগামে ওয়াচুং এবং ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগ। বৃহস্পতিবার দুপুরে চতুর্থ রাজা জিগমে সিংগাম ওয়াংচু রাষ্ট্রীয় অতিথি ভবন র‌্যাবেনে এরশাদের সঙ্গে বৈঠক করেন। চতুর্থ রাজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ সময় রাজার দুই স্ত্রী ও ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে এরশাদ শাসনামলে বিনা শুল্কে বাংলাদেশে পণ্য রফতানি করার যে সুযোগ করে দিয়েছিল তার ভূয়সী প্রশংসা করেন চতুর্থ রাজা। এরশাদের শাসনামলে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তারও প্রশংসা করেন রাজা। জিগমে সিংগমে এরশাদকে ভুটানের বড় বন্ধু হিসেবে অভিহিত করেন। ফুলে মৌমাছি জামার্নির পূবাঞ্চলীয় ড্রেসডেন শহরের এক পার্কে থোকায় থোকায় নানা জাতের ফুল ফুটেছে। ফুল থেকে প্রজাপতির রেণু সংগ্রহের চেষ্টা। ছবিটি বৃহস্পতিবার তোলা। -এএফপি টেডি বিয়ার নিয়ে খেলছে শিশু চলতি সপ্তাহের শুরুতে ইরাকের মসুল থেকে আইএস জঙ্গীদের হটিয়ে দেয় সরকারী বাহিনী। মসুল সফর করে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেন। শহরটির এক অস্থায়ী শরণার্থী শিবিরে টেডি বিয়ার নিয়ে খেলছে এক শিশু। ছবিটি বুধবার তোলা। -এএফপি
×