ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির সব ওয়ার্ড মডেল ওয়ার্ডে উন্নীত করা হবে ॥ ভিসি কামরুল

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ জুলাই ২০১৭

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির সব ওয়ার্ড মডেল ওয়ার্ডে উন্নীত করা হবে ॥ ভিসি কামরুল

স্টাফ রিপোর্টার ॥ আগামী আগস্টের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল ওয়ার্ড মডেল ওয়ার্ডে উন্নীত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক ওয়ার্ড ইতোমধ্যে পাইলট হিসেবে মডেল ওয়ার্ডে উন্নীত করা হয়েছে। সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ ওয়ার্ড ও মডেল ওয়ার্ডের পার্থক্যসমূহ চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডাঃ জামাল উদ্দিন খলিফার সভাপতিত্বে নার্সদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুস সোবহান, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডাঃ মোঃ ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং সুপারিনটেনডেন্ট সান্তনা রানী দাস, এডিশনাল নার্সিং সুপারিনটেনডেন্ট হালিমা বেগম, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট হোসনে আরা, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট হাবিবা জামান, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট সন্ধ্যা রানী সমদ্দার ও ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট খালেদা আক্তার। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছেÑ এক মাসের মধ্যে নার্র্সিং সেবায় দৃশ্যমান পরিবর্তন আনা, আগামী ৩০ আগস্টের মধ্যে সকল ওয়ার্ড মডেল ওয়ার্ডে উন্নীত করা, নার্সিং সেবার সুপারভিশন, মনিটরিং ও ফলোআপ সঠিকভাবে সম্পন্ন করতে গ্রুপ করে রাউন্ড দেয়া, রোগীসহ কারও সঙ্গে খারাপ ব্যবহার না করে বুঝিয়ে বলা, নার্সিং অফিসার কর্তৃক জুনিয়র নার্সদের জন্য দায়িত্ব, কর্তব্য, আবশ্যিক পালনীয় ও শিক্ষণীয় ক্লাস নেয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের দিকে খেয়াল রাখা, নার্সদের জন্য বিদ্যমান করণীয় তিনটি বিষয় হাসিমুখে রোগীদের সঙ্গে কথা, নিজ হাতে ওষুধ খাওয়ানো ও কাজের বাইরে দিনে কমপক্ষে তিনবার রোগী কেমন আছেন এই কুশলাদি জানা ইত্যাদি। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান আগামী ১৫ আগস্টের মধ্যে নার্সিং সেবায় দৃশ্যমান পরিবর্তন আনার কর্মসূচী ঘোষণাকালে বলেন, শুধু ৮ ঘণ্টা বা অফিসের নির্ধারিত সময়টুকু কাজ করলেই সত্যিকারের উন্নয়ন করা সম্ভব নয়। সত্যিকারের উন্নয়ন বা পরিবর্তনের জন্য স্বেচ্ছাশ্রমেরও প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সামগ্রিক উন্নয়নে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক ও সহায়তা দিতে প্রস্তুত। এমনকি হাসপাতালের ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রেও আমাকে ডাকা হলে আমার কোন আপত্তি নেই। আমার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন আমি নিজ হাতে বাবার ময়লা কাপড় পরিষ্কার করেছি। এটাকে আমার জীবনের সৌভাগ্য ও পরম পাওয়া বলেই মনে করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩৯ নার্সিং অফিসার নার্সিং সেবার উন্নয়নের ক্ষেত্রে যেকোন প্রয়োজনে উপাচার্য, উপউপাচার্যগণ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরিচালকের (হাসপাতাল) কাছে এলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন গণতান্ত্রিকভাবে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে বিশ্বাসী।
×