ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারেকের শাশুড়ির নামে দুর্নীতি মামলা আপীল বিভাগে বাতিল

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ জুলাই ২০১৭

তারেকের শাশুড়ির নামে দুর্নীতি মামলা আপীল বিভাগে বাতিল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিল করে দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে সম্পদের হিসাব চেয়ে নতুন নোটিস দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় গ্রেফতার গাজীপুর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থক ছয় ওয়ার্ড কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নতুন নোটিস দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয়া হয়েছে। ইকবাল মান্দ বানুর লিভ টু আপীল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও জাকির হোসেন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশীদ আলম খান। আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, সম্পদ বিবরণী চেয়ে দেয়া নোটিসের প্রেক্ষাপটে করা মামলা বাতিল করে দিয়েছে। নতুন করে নোটিস দেয়ার জন্য দুদককে নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। অন্যদিকে আবেদনকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নোটিস দেয়ার সময় ইকবাল মান্দ বানু দেশে ছিলেন না। তার তত্ত্বাবধায়কের কাছে নোটিস দেয়া হয়। গাজীপুরের ছয় কাউন্সিলরের জামিন গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় গ্রেফতার গাজীপুর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থক ছয় ওয়ার্ড কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। ছয় কাউন্সিলর হলো ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহম্মেদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল সফিউদ্দিন এবং ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আলেক। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী ও এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করে।
×