ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৩৯, ১৪ জুলাই ২০১৭

নতুন গবেষণা

স্মার্টঘড়ি ওয়েনা ‘থ্রি হ্যান্ডস স্কয়ার’ মডেলের ঘড়িতে স্টিলের বেল্টের পাশাপাশি চামড়ার বেল্ট পরার সুযোগ মিলবে। অনেকটা সাধারণ ঘড়ির আদলে তৈরি এই ঘড়িতে এলইডি নোটিফিকেশন লাইট নেই, বদলে আছে ওয়্যারলেস পেমেন্ট সুবিধা। ফলে নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফএস) প্রযুক্তির যেকোনো ডিভাইসের সামনে ঘড়িটি প্রদর্শন করেই অনলাইন পেমেন্ট করা যাবে। তিনটি আকারে বাজারে আসতে যাওয়া ঘড়িগুলো মূলত ফ্যাশন সচেতন নারীদের জন্য তৈরি করা হয়েছে। এ মাসের শেষ নাগাদ স্টিল বেল্ট সুবিধার ঘড়ি বিক্রি শুরু করবে সনি। চামড়ার বেল্টসহ ঘড়ি কিনতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ম্যাজিক ব্রাশ সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতে আলসেমি লাগে? চিন্তার কিছু নেই, সমাধান দেবে ‘এ্যামাব্রাশ প্রো’। এটি ম্যাজিক ব্রাশ নামেও পরিচিত। মাত্র ১০ সেকেন্ডেই পুরো দাঁত ভাল করে মাজতে পারে ব্রাশটি। এ জন্য কষ্টও করতে হবে না, মাড়ির আদলে তৈরি ব্রাশটি মুখে পড়লেই হবে। ওয়্যারলেস চার্জিং সুবিধার ব্রাশটির দাম ১১৩ ডলার। স্মার্ট ওয়ালেট টাকা রাখার পাশাপাশি স্মার্ট ছবিও তোলা যাবে ‘ভল্টারম্যান’ ওয়ালেট দিয়ে। ব্যবহার করা যাবে মোবাইল ফোন চার্জার ও ওয়াই-ফাই হটস্পট হিসেবেও। এতে ব্যবহার করা হয়েছে ক্যামেরা, ৫১২ মেগাবাইট র‌্যাম, ব্যাটারি, জিপিএস, ব্লু-টুথ ও ওয়্যারলেস চার্জিং সুবিধা। ‘লস্ট’ মোড চালু অবস্থায় হারিয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে আশপাশের ব্যক্তি ও স্থানের ছবি তুলে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারে। দাম ৯৮ ডলার। সূত্র : বিবিসি, ডেইলি মিরর
×