ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বত্য চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ জুলাই ২০১৭

পার্বত্য চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে কারিগরি সহায়তা প্রদান এবং পার্বত্য চট্টগ্রামের বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের উদ্যোক্তারা। দেশটি প্রায় ৩ লাখ কোটি টাকা বিদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত। তন্মধ্যে ২০ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ রয়েছে। বৃহস্পতিবার চিটাগাং চেম্বারের পরিচালক ম-লীর সঙ্গে মত বিনিময় সভায় এ আগ্রহের কথা ব্যক্ত করেন সিঙ্গাপুর থেকে আসা বাণিজ্য প্রতিনিধি দল। সিঙ্গাপুরের ২৯ সদস্যবিশিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলটি সকালে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মত বিনিময় সভায় মিলিত হয়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সিঙ্গাপুরের কনসাল উইলিয়াম চিক। সভায় সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। । মত বিনিময় শেষে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে চিটাগাং চেম্বার ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিঙ্গাপুরের ভিসা অফিস স্থাপনের জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিনামূল্যে স্পেস প্রদানের ইচ্ছা ব্যক্ত করে চিটাগাং চেম্বার। চিটাগাং চেম্বার সভাপতি তার বক্তব্যে বাংলাদেশ সরকার প্রদত্ত সুবিধা কাজে লাগিয়ে মীরসরাই ও আনোয়ারায় বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং বৃহত্তর চট্টগ্রামে সম্ভাবনাময় খাত শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, আরএমজি, পাট ও পাটজাত পণ্য, সিরামিক্স, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক অর্থনীতি ইত্যাদিতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নসহ উন্নত বিশ্ব বাংলাদেশের বাজার সুবিধার সদ্ব্যবহার করে এদেশে যৌথ ও এককভাবে উভয় দেশই লাভবান হতে পারে। চট্টগ্রামে ভিসা প্রাপ্তির সুবিধার্থে কনসাল অফিস স্থাপনের জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিনামূল্যে স্পেস দেয়ার ঘোষণা দেন চেম্বার সভাপতি। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম বলেন, সিঙ্গাপুর গার্ডেন সিটি হিসেবে বিখ্যাত। তিনি চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বাণিজ্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। কনসাল উইলিয়াম চিক বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষ করে চট্টগ্রামে সিঙ্গাপুর বিনিয়োগে আগ্রহী। সিঙ্গাপুর চট্টগ্রামের বিভিন্ন সেক্টরে এক সঙ্গে কাজ করতে পারে। তিনি ভিসা ইস্যুর জন্য অফিস স্থাপনে চেম্বারের প্রস্তাব তার দেশের সরকারের নিকট উত্থাপন করবেন বলে জানান। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মির্জা গোলাম সবুর বলেন, সিঙ্গাপুর চট্টগ্রাম বন্দর ছাড়াও পার্বত্য চট্টগ্রামেও বিনিয়োগে আগ্রহী। গভীর সমুদ্র বন্দর তৈরিতে সিঙ্গাপুর বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করতে চায়। সিঙ্গাপুরের দক্ষ বিশেষজ্ঞ দল প্রয়োজনে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে সহায়তা প্রদান করবে।
×