ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তামণিকেও সুস্থ করে তোলা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ জুলাই ২০১৭

মুক্তামণিকেও সুস্থ করে তোলা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন মুক্তামণির খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢামেকে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মুক্তামণির চিকিৎসার জন্য জরুরী নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান মিজান ও বার্ন ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন। মুক্তামণির দ্রুত আরোগ্যলাভ কামনা করে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসা খাতের অনেক উন্নতি হয়েছে। এ দেশে আন্তর্জাতিক মানের অনেক চিকিৎসক আছেন। চিকিৎসকরা যেভাবে বৃক্ষমানব আবুল বাজনদারকে সুস্থ করে তুলেছেন, ঠিক তেমনি মুক্তামণিকেও সুস্থ করে তুলবেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় মন্ত্রীর কাছে দোয়া চায় মুক্তামণি। তখন স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশবাসী তোমার জন্য দোয়া করছে, তুমি সুস্থ হয়ে উঠবে। চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রোগ নিয়ে আতঙ্কের কিছু নেই। আক্রান্তদের সেবা প্রদানে প্রস্তুত রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিয়ন্ত্রণ করা শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। বাসাবাড়ির ভেতরে রাখা পাত্রগুলোতে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে ওই বাসার লোকজনকেই মূল দায়িত্ব পালন করতে হবে। তবে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দেয়া ঠিক নয়। মশক নিধনের দায়িত্ব না হলেও এ বিষয়ে সচেতনতা সৃষ্টি, সার্বক্ষণিক হেলথ ডেস্ক স্থাপন, রোগের গতিবিধি নিয়ে গবেষণাসহ নানা কর্মসূচী সম্পাদন করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান। সীতাকু-ের গহীন পাহাড়ে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের কবিরাজের কাছে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ওই এলাকার সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই এলাকায় ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক টিম কাজ করছে। অসুস্থ শিশুদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
×