ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিয়েতনাম থেকে আমদানির ২০ হাজার টন চালের প্রথম চালান চট্টগ্রামে

প্রকাশিত: ০৫:৪১, ১৪ জুলাই ২০১৭

ভিয়েতনাম থেকে আমদানির ২০ হাজার টন চালের প্রথম চালান চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ খাদ্যের মজুদ কমে আসায় কোন সঙ্কট যেন না হয় সে জন্য ভিয়েতনাম থেকে আমদানি হচ্ছে আড়াই লাখ মেট্রিক টন চাল। এরমধ্যে প্রথম চালানে ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে। পরীক্ষা-নিরীক্ষায় চালগুলো যথাযথ মানসম্পন্ন প্রমাণিত হলে দ্রুততার সঙ্গে খালাস করা হবে। খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ভিয়েতনাম থেকে আসা জাহাজ ‘ভিসাই ভিসিপি-৫’ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বহির্নোঙ্গরে এসে পৌঁছায়। এরপর খাদ্য অধিদফতরের কর্মকর্তারা চালের নমুনা সংগ্রহ করতে চট্টগ্রাম বন্দরে যান। ল্যাবে পরীক্ষায় মান ঠিক প্রমাণিত হলে চাল খালাস প্রক্রিয়া শুরু হবে। খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এটি ভিয়েতনাম থেকে আসা চালের প্রথম চালান। জাহাজটিতে ২০ হাজার মেট্রিক টন চাল রয়েছে। জরুরী ভিত্তিতে আমদানি করা এ চাল দ্রুততম সময়ের মধ্যে খালাস করা হবে। জাহাজটির লোকাল শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, এটি বন্দর বহির্নোঙ্গরে এসে পৌঁছার কথা ছিল গত ১০ জুলাই। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম এসে পৌঁছতে দুদিন দেরি হয়েছে। জাহাজটিকে জেটিতে ভেড়ানোর জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উল্লেখ্য, খাদ্যের মজুদ কমে আসায় এবং আকস্মিকভাবে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়ায় দেশে খাদ্য সঙ্কটের ঝুঁকি সৃষ্টি হয়েছিল। বাজারেও বেড়ে যায় চালের দাম। এ অবস্থায় সরকার বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী ভিয়েতনাম থেকে আমদানি করা হবে আড়াই লাখ মেট্রিক টন চাল। এরমধ্যে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার দরে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল কিনতে ব্যয় হচ্ছে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। আর ৪৩০ মার্কিন ডলার দরে ২ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানিতে ব্যয় হবে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা। শিপিং এজেন্ট প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভিয়েতনাম থেকে আমদানি করা চালের ৬০ শতাংশ খালাস হবে চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৪০ শতাংশ সরবরাহ হবে মংলা বন্দর দিয়ে। আগামী ১৯ এবং ২২ জুলাই আরও দুটি চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে এসে পৌঁছবে।
×