ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিলা এককের সেমিফাইনালে হেরে গেলেন মাগদালেনা রিবারিকোভা

উইম্বলডন ফাইনালে স্পেনের মুগুরুজা

প্রকাশিত: ০৫:১৬, ১৪ জুলাই ২০১৭

উইম্বলডন ফাইনালে স্পেনের মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও উইম্বলডনের ফাইনালে উঠলেন গারবিন মুগুরুজা। বৃহস্পতিবার মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনালে মাগদালেনা রিবারিকোভাকে পরাজিত করেন তিনি। সেইসঙ্গে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালের টিকেট কাটেন স্পেনের এই টেনিস তারকা। অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত মুগুরুজা। স্প্যানিশ টেনিস তারকার লক্ষ্য এবার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসøাম ট্রফি নিজের শোকেসে তোলা। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন গারবিন মুগুরুজা। ২০১৫ সালে প্রথমবারের মতো মেজর কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার, সেবার উইম্বলডনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। তবে গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আবারও প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন সেরেনাকে। সেবার অবশ্য ছাড় দেননি মুগুরুজা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুগুরুজা। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম ট্রফি। মাঝে বাজে সময় পার করলেও এই উইম্বলডনেই যেন জ্বলে ওঠেন মুগুরুজা। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেন তিনি। প্রতিপক্ষকে এদিন তিনি ৬-১ এবং ৬-১ সেটে রীতিমতো উড়িয়েই দেন এই স্প্যানিয়ার্ড। সেমিফাইনালে মাগদালেনা রিবারিকোভাকে হারাতে তার সময় লাগে মাত্র ৬৪ মিনিট। নিজের এমন পারফর্মেন্সে দারুণ তৃপ্ত মুগুরুজা। ম্যাচ শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুগুরুজা বলেন, ‘এটা নিশ্চিত আজ খুব ভাল খেলেছি আমি। তবে ম্যাচের শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নেমেছিলাম এবং তা পুরো ম্যাচেই বেশ কাজে লেগেছে।’ এমন জয়ের পেছনে অবশ্য পূর্ব অভিজ্ঞতাকেও কৃতিত্ব দিচ্ছেন এই স্প্যানিয়ার্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি আগে একবার এ রকম পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে তা কিভাবে সামলাবেন। এটা অবশ্য আমাকে বেশ ভালভাবেই সহায়তা করেছে। এই মুহূর্তে আমি ভাল খেলছি, আশাকরি আমার শেষ ম্যাচ পর্যন্তই এভাবে খেলে যেতে চাই। তবে এখন আমি উপভোগ করতে চাই। কারণ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে উঠাটাও তো অনেক বড় অর্জন।’ গত বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পরই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ দ্বিতীয় স্থান দখল করেছিলেন মুগুরুজা। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১৪ নাম্বারে অবস্থান করছেন তিনি। তবে সেমিফাইনালের টিকেট কেটেই শীর্ষ দশে উঠা নিশ্চিত করে ফেলেছেন মুগুরুজা। আর ফাইনাল জিততে পারলে তো শীর্ষ পাঁচেই উঠে যাবেন ফ্রেঞ্চ ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন আমেরিকার ভেনাস উইলিয়ামস এবং গ্রেট ব্রিটেনের তরুণ প্রতিভাবান খেলোয়াড় জোহানা কন্টা। সেই ম্যাচের জয়ী খেলোয়াড়ই এখন মুগুরুজার দ্বিতীয় গ্র্যান্ডসøাম জয়ের পথে বড় বাধা। এদিকে তীরে এসে তরী ডুবালেন মাগদালেনা রিবারিকোভা। গত ৯ বছরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের সারির খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু ফাইনালে এসেই যেন খেই হারিয়ে ফেলেন বর্তমান র‌্যাঙ্কিংয়ের ৮৭ নাম্বারে থাকা এই সেøাভাকিয়ান তারকা।
×