ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিরোপায় চোখ রজার ফেদেরারের

প্রকাশিত: ০৫:১৪, ১৪ জুলাই ২০১৭

শিরোপায় চোখ রজার ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনে দাপট অব্যাহত রেখেছেন রজার ফেদেরার। বুধবার নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। মাইলফলক ছোঁয়ার এই ম্যাচের শুরু থেকেই দারুণ উজ্জীবিত ছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। যে কারণেই কানাডিয়ান প্রতিপক্ষ মিলোস রাওনিককে এদিন কোনরকম পাত্তাই দেননি তিনি। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই করে রজার ফেদেরার এদিন ৬-৪, ৬-২ এবং ৭-৬ (৭-৪) গেমে খুব সহজেই পরাজিত করেন টুর্নামেন্টের সপ্তম বাছাই মিলোস রাওনিককে। সেইসঙ্গে ১২ বারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটেন তিনি। তবে ফেড এক্সপ্রেসের জয়ের দিনেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ এবং বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে। রাওনিকের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ফেদেরার ছিলেন বেশ ছন্দে। প্রথম দুই সেট সহজেই জয় তুলে নেন তিনি। তৃতীয় সেটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তার কানাডিয়ান তারকা। তাই স্বাভাবিকভাবেই শেষ সেট চলে যায় টাইব্রেকারে। কানাডিয়ান তারকা শুরুতে এগিয়ে গিয়ে ফেদেরারকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। দারুণ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটেন ১৮টি গ্র্যান্ডসøামের মালিক। সেইসঙ্গে উইম্বলডনের ওপেন যুগের ইতিহাসে দ্বিতীয় সবো”াচ বয়সী খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেন ফেদেরার। তার আগে ১৯৭৪ সালে উইম্বলডনের সেমিফাইনালে খেলা কেন রোজওয়ালের বয়স ছিল ৩৯। সেবার ফাইনালে উঠলেও রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল তাকে। বর্তমানে ফেদেরারের বয়স ৩৫। শিরোপা জিতে রোজওয়ালকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে ফেদেরারকে। শুধু তাই নয়, উইম্বলডনের রেকর্ড অষ্টম শিরোপা জয়ের পথেও আরও একধাপ এগিয়ে গেলেন এই সুইস তারকা। শেষ চারে তার প্রতিপক্ষ এখন টমাস বার্দিচ। শততম ম্যাচে এমন জয়ে সেমিফাইনালে উঠে দারুণ রোমাঞ্চিত টুর্নামেন্টের তৃতীয় বাছাই ফেদেরার। ম্যাচ শেষে সুইস তারকা বলেন, ‘শততম ম্যাচ জয়, আমি আসলে বিশ্বাসই করতে পারছি না। সত্যি বলতে এটা অনেক বড় ব্যাপার। আমি খুবই আনন্দিত। এ বছর আমার শরীর খুব ভালভাবে সাড়া দিচ্ছে। যেভাবে খেলছি তাতে সত্যিই আমি সন্তুষ্ট।’ এদিন অবশ্য চোটের কারণে নোভাক জোকোভিচ আসর থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। ম্যাচের দ্বিতীয় সেট খেলতে নামলে তার কাঁধের ব্যথাটা বেড়ে যায়। তাই বাধ্য হয়েই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। টমাস বার্দিচের বিপক্ষে এই ম্যাচে অবশ্য ৭-৬ (৭-২), ২-০ গেমে পিছিয়ে ছিলেন তিনি। এদিকে উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে এ্যান্ডি মারেরও। শীর্ষ বাছাই ব্রিটিশ তারকাকে হারিয়ে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডসøামের সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি। বুধবার সেন্টার কোর্টে শেষ আটের ম্যাচে শুরুটা বেশ ভালই করেছিলেন মারে। দ্বিতীয় সেট কুয়েরি জেতার পর তৃতীয় সেট জিতে ২-১ এ এগিয়ে যান তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। কিন্তু শেষ দুই সেটে দাড়াঁতেই পারেননি মোট তিনটি গ্র্যান্ডসøাম জয়ী এই টেনিস তারকা। পাঁচ সেটে গড়ানো দুই ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৭, ৬-১, ৬-১ গেমে জয় তুলে নেন ২৪তম বাছাই কুয়েরি। ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøামের শেষ চারে উঠলেন কুয়েরি। সর্বশেষ এই উইম্বলডনেই সেমিফাইনালে খেলেছিলেন তার স্বদেশী এ্যান্ডি রডিক। ফাইনালে ওঠার লড়াইয়ে কুয়েরি খেলবেন মারিন সিলিচের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে হারানো লুক্সেমবার্গের জিল মুলারকে ৩-৬, ৭-৬, ৭-৫, ৫-৭, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার সিলিচ। তবে কুয়েরির কাছে হারের পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অক্ষুণœœ মারের। কেননা নোভাক জোকোভিচও যে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে।
×