ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:১২, ১৪ জুলাই ২০১৭

টুকরো খবর

ডিপ্লোমা চালু রাখার দাবি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ জুলাই ॥ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন লক্ষ্মীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। পরে জেলা প্রশাসক হুমায়ারা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ নাজমুল হাসান, মোঃ আনোয়ার হোসেন, শাহনাজ আক্তার সীমা প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে সরকার দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ওই কোর্সে ছয় হাজারেরও বেশি ছাত্রছাত্রী অধ্যয়নরত। বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘সবুজে সাজাই মুন্সীগঞ্জ’ কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। সদরের কাটাখালি এলাকার জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয় থেকে মুন্সীরহাট পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় এ বৃক্ষরোপণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সবুজে সাজাই মুন্সীগঞ্জ সেøাগানে প্রথমে শহরের বিভিন্ন খাল সংস্কারের কাজ হাতে নেয় জেলা প্রশাসন। খাল সংস্কারের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে জেলায় বনায়ন বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, উপ-সচিব লায়লা আহম্মেদ, সিনিয়র এএসপি আসাদুজ্জামান, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর কাজী তাউহিদুজ্জামান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অফিসার শিরিন সুলতানা, সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জল প্রমুখ। মুক্তির দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ডেইলি অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদকে পুলিশ কর্তৃক পকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ যশোর প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুর ইসলাম ও সাধারণ সম্পাদক এম আইউব, যশোর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এইচআর তুহিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য প্রণব দাস, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার বিলগাববাড়ি গ্রামের মনোরঞ্জন বাড়ৈর চার বছরের কন্যা লিজু বাড়ৈ বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে মারা গেছে। জানা গেছে, খেলার ছলে লিজু বাড়ৈ বাড়ির পাশের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন শিশুকন্যা লিজুকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বখতিয়ার আল মামুন তাকে মৃত বলে ঘোষণা করেন। রূপগঞ্জে সংঘর্ষে আহত ৮ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ জুলাই॥ পৃথক স্থানে দু’পক্ষের সংঘর্ষ, বাড়ি-ঘরে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে আটজন। বৃহস্পতিবার সকালে উপজেলার হরিনা ও টানমুশুরী এলাকায় পৃথকভাবে ঘটনা দুটি ঘটে। আহতরা হলো মোমেন, জোছনা, জজ মিয়া, করিমুন, বিপ্লব চন্দ্র দাস, রবিন চন্দ্র দাস, স¦প্না, নমিতা । তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×