ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমি এখন আতঙ্কে আছি ॥ শ্যামল কান্তি

প্রকাশিত: ০৫:১২, ১৪ জুলাই ২০১৭

আমি এখন আতঙ্কে আছি ॥ শ্যামল কান্তি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ এমপি সেলিম ওসমানের কান ধরে উঠবস করানো সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত গ অঞ্চলের বিচারক আফতাব উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন। শ্যামল কান্তি ভক্ত বলেন, এখন আমি আতঙ্কে আছি। শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, ওই মামলায় শ্যামল কান্তি ভক্ত আদালতে হাজিরা দিয়েছেন। আদালত মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করেছে। হাজিরা শেষে শ্যামল কান্তি ভক্ত বলেন, আমি এখন আতঙ্কে আছি। আমাকে স্কুল থেকে তাড়ানোর জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি শিক্ষক, আমি রাজনীতি করি না, আমাকে হয়রানির করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি মামলাটি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। গত বছরের ১৩ মে বন্দর উপজেলার কল্যানদীতে পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান কান ধরে উঠবস করানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে গত বছরের ১৭ জুলাই ওই স্কুলের শিক্ষিকা মোর্শেদা বাদী হয়ে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাসে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে গত ২৪ মে অভিযোগপত্র দাখিল করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওইদিন বিকেলে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাকারীর গ্রেফতার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ জুলাই ॥ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি মিছিল বের করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ অ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক কামরুজ্জামন সুনাম, সহ-সভাপতি রওশন উল ফেরদৌস পারভেজ, পৌর সভাপতি ইমরান হোসেন পান্না, থানা সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু প্রমুখ। ঐচ্ছিক তহবিল থেকে অনুদান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাস ভবনের সামনে মন্ত্রী নিজে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন। অনুদানের মধ্যে দশজনকে গৃহনির্মাণ সামগ্রী, ৭ জনকে সেলাই মেশিন, ৭ জনকে ভ্যান, ৩ জনকে রিক্সা, ৩ জনকে হুইল চেয়ার, একজন বাইসাইকেল ও একজনকে হারমোনিয়াম প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ বেলায়েত হোসেন প্রমুখ। শাহজাদপুরে গাছের চারা রোপণ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৩ জুলাই ॥ শাহজাদপুরে ২ বিচারকের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার শাহজাদপুর সিনিয়র সহকারী জজ তোফাজ্জল হোসেন ও সিনিয়র জুডিশিয়ল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের উদ্যোগে শাহজাদপুর কোর্ট চত্বর এলাকায় ৫০ ফলজ, বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় সহকারী জজ তোফাজ্জল হোসেন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক বলেন, পরিবেশ রক্ষার্থে আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রত্যেক মানুষেরই উচিত বাড়ির আনাচে কানাচে গাছ লাগানো।
×