ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে চিকুনগুনিয়া রোগী শনাক্ত

প্রকাশিত: ০৫:১১, ১৪ জুলাই ২০১৭

যশোরে চিকুনগুনিয়া রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ প্রচ- জ্বর ও গায়ে ব্যথা নিয়ে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বেজপাড়ার তালতলা মোড়ের সাধন গাঙ্গুলি (৪৩) ‘চিকুনগুনিয়া’য় আক্রান্ত হয়েছেন। রোগীর রক্তের নমুনা রাজধানীর আইসিডিডিআরবিতে পরীক্ষা শেষে যশোর হাসপাতালে তার রিপোর্ট এলে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত হন। সাধান গাঙ্গুলি যশোর শহরের বেজপাড়ার তালতলা মোড় এলাকার তারাপদ গাঙ্গুলির ছেলে। এগারো দিন আগে প্রচ- জ্বরে আক্রান্ত হন। সঙ্গে গায়ে ও শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব করলে ডাক্তারের শরণাপন্ন হন। যশোরের বিশেষজ্ঞ চিকিৎসক মুশফিকুর রহমান যশোর ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তির পরামর্শ দেন। গত ৪ জুলাই হাসপাতালে ভর্তি হলে মেডিসিন বিশেষজ্ঞ গৌতম কুমার ঘোষ তাকে ব্যবস্থাপত্র দেয়া শুরু করেন। এক পর্যায়ে চিকুনগুনিয়ার লক্ষণ বুঝতে পেরে তিনি রোগীর রক্তের নমুনা রাজধানীর আইসিডিডিআরবিতে পরীক্ষার জন্য স্বজনদের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মতে গত ৫ জুলাই স্বজনরা রক্তের নমুনা ঢাকায় প্রেরণ করেন। সেখান থেকে গত ১০ জুলাই যশোর রক্তের নমুনার প্রতিবেদন এলে ‘চিকুনগুনিয়া’ বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত হন। পরে তাকে মডেল ওয়ার্ডের কেবিনে নিবিড় চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে হাসপাতালের মেডিসিন বিভাগের কয়েক রোগী এ রোগীর বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়।এ ব্যাপারে চিকিৎসক গৌতম কুমার ঘোষ বলেন, এখন পর্যন্ত ‘চিকুনগুনিয়া’ রোগ পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা গেলেও রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি। লৌহজংয়ে অটো চার্জারে ওড়না জড়িয়ে গৃহবধূ নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে অটো চার্জারচালিত গাড়ির চাকার সঙ্গে গলার ওড়না জড়িয়ে শাহীনুর (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার লৌহজং-মালিরঅংক সড়কের ঘোড়াদৌড় বাজারের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটি গ্রামের আনোয়ার ফরাজীর মেয়ে শাহীনুর বিকেলে তার মায়ের জন্য একটি বন্ধু চুলা কিনতে মালিরঅংক বাজারে যান। সেখান থেকে চুলা কিনে সন্ধ্যায় অটোতে চড়ে বাড়ি ফেরার পথে ঘোড়াদৌড় বাজারে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে অটো চার্জার গাড়িটি এলে হঠাৎ তার গলায় থাকা ওড়নাটি গাড়ির চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় গাড়ি থামিয়ে দ্রুত গলায় জড়ানো ওড়নাটি খুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় শাহীনুর মারা যান। তার পারিবারিক সূত্রে জানা যায়, শাহীনুরের দেড় বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। সিলেটে সড়কে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট-সালুটিকর সড়কে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতি সংঘটিত হয়। জানা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে ফরিদ মিয়া বাড়ি ফেরার পথে ডাকাতরা তার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ও ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
×