ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৫:০৮, ১৪ জুলাই ২০১৭

কক্সবাজারে ডাকাত সর্দার নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মোহাম্মদ বেলাল ওরফে লম্বা বেলাল নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে চকরিয়া-লামা সড়কের কুমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলালের (৪০) বাড়ি চকরিয়ার ডুলাহাজরা ডুমখালী গ্রামে। পুলিশ জানায়, দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলালের মৃতদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ এবং তিনটি খালি খোসা ঘটনাস্থল থেকে উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্নের পাশাপাশি গলায় ধারালো ছুরির আঘাতও রয়েছে বলে জানায় পুলিশ। চকরিয়া থানা পুলিশ জানায়, নিহত বেলালের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণসহ নানা অপরাধে ১৬টি মামলা রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় অস্বাভাবিক মৃত্যুর তিন মাস পর গৃহবধূ ইফফেত আরার (২৬) লাশ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশ তুলে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। তার স্বজনরা জানান, দেড় বছর আগে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের রায়াপুর গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এরশাদের সঙ্গে ইফফেতের বিয়ে হয়। এরশাদের দাবি অনুযায়ী, কয়েক দফায় সাত লাখ টাকা যৌতুক দেয়া হয়। এরপর আরও যৌতুকের জন্য ইফফেতকে চাপ দিয়ে আসছিলেন তার স্বামী। মামলার এজাহার সূত্রে জানা যায়, যৌতুক দিতে অস্বীকৃতি জানালে গত ১০ এপ্রিল রাতে এরশাদ ও তার পরিবারের সদস্যরা ইফফেতকে পিটিয়ে আহত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তার ভাই মনিরুজ্জামানকে খবর দেয়া হয়। ওইদিন রাতেই ইফফেতকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল ভোরে ইফফেত মারা যান। কিন্তু পুলিশকে না জানিয়ে লাশ দাফন করা হয়। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৩ জুলাই ॥ জেলা পরিষদের উদ্যোগে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে গ্রামীণ জনপদের হতদরিদ্র বেকার যুব মহিলার আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণের কর্মসূচী শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। প্রথম ও দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসিমা আক্তার, সদস্য সুমন কুমার সাহা, মোট ৬৪ হতদরিদ্র নারীকে ৬০ দিনের এ প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হবে। বাল্যবিয়ে থেকে রক্ষা সংবাদদাতা, কেন্দুয়া, নেত্রকোনা ॥ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামে স্থানীয় প্রশাসন ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক মাদ্রাসা ছাত্রী। সে উপজেলার সদরের একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, ওই গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে বুধবার প্রতিবেশী আবু ছাদেকের ছেলের বিয়ের আয়োজন করা হয়। এক পর্যায়ে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করে। এরইপ্রেক্ষিতে খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উভয় পরিবারের লোকজনকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন।
×