ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিডিবিএলের নতুন দুই ডিএমডি

প্রকাশিত: ০৩:৫৬, ১৪ জুলাই ২০১৭

বিডিবিএলের নতুন দুই ডিএমডি

একেএম হামিদুর রহমান ও পঙ্কজ রায় চৌধুরী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন ডিএমডি হিসেবে যোগদান করেছেন। ডিএমডি হিসেবে যোগদানের আগে হামিদুর রহমান বিডিবিএলের এবং পঙ্কজ রায় চৌধুরী অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। হামিদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ১৯৮৫ সালে সাবেক বিএসআরএসে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। পঙ্কজ রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ১৯৮৫ সালে ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। -বিজ্ঞপ্তি ঋণ নীতির ধাক্কা ভারতের শেয়ারবাজারে শেয়ার বাজার খুলতেই রেকর্ড উচ্চতা ছুঁল সেনসেক্স। এক ধাক্কায় ২০৪ পয়েন্ট বেড়ে মঙ্গলবার সকালে ৩২,০০৯ পৌঁছায় সূচক। পাশাপাশি নিফটিও ৬০ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৯,৮৭৬ পয়েন্টে। কয়েক মাস ধরে একের পর রেকর্ড ভেঙ্গেই চলেছে সেনসেক্স। এদিন সকালে বাজারে ব্যাঙ্ক (০.৬৫ শতাংশ), অটো (০.০৮শতাংশ), তথ্য ও প্রযুক্তি ((০.১৬ শতাংশ), ক্যাপিটাল গুডসের (১.০০ শতাংশ) মতো শেয়ারে গতি দেখা যায়। দাম পড়ে অপরিশোধিত তেল এবং গ্যাসের (-০.৫৫ শতাংশ) শেয়ারের। ডলারপিছু টাকার দামও সামান্য পড়েছে। বুধবার খুচরা বাজারের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে নিচে নামে। জুন মাসে সূচক বেগে দাঁড়ায় ১.৫৪ শতাংশ। এর ফলে আগামী মাসে ঋণ নীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাতে পারে বলে মনে করছে শিল্পমহল। এই রিপোর্টই এক ধাক্কায় শেয়ার বাজারকে উর্ধমুখী করে তোলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Ñঅর্থনৈতিক রিপোর্টার রফতানির ওপর সারচার্জ আরোপে নৈতিকতার পরিপন্থী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সদস্যদের কাছে থেকে সম্প্রতি জানা গেছে, ফিডার অপারেটদের একটি গ্রুপ এশিয়ান ফিডার ডিসকাশন গ্রুপ সিঙ্গাপুর (পোর্ট কেলাং) ও কলম্বো থেকে চট্টগ্রামে মালামাল শিপমেন্টের ওপর ন্যূনতম ৭৫ ডলার থেকে ১৫০ ডলার হারে জরুরী কস্ট রিকভারি সারচার্জ আরোপ করেছে। শুধু তাই নয়, এশিয়ান ফিডার ডিসকাশন গ্রুপ তার সদস্যদের রফতানিকারকদের কাছ থেকে উক্ত হারে সারচার্জ আদায়ের জন্য নোটিসও প্রদান করেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। সংগঠনের চেয়ারম্যান রেজাউল করিম এক বিবৃতিতে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে না জানিয়ে ১ জুলাই হতে নতুন করে চাপানো এই সারচার্জ কার্যকর করা হয়েছে, যা ব্যবসা-বাণিজ্যের নৈতিকতার পরিপন্থী। এতে শিপার বা এক্সপোর্টাররা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিযোগিতামূলক বাজারে রফতানি বাণিজ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×