ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীমা সুবিধায় আসছেন প্রবাসীরা

প্রকাশিত: ০৩:৫৩, ১৪ জুলাই ২০১৭

বীমা সুবিধায় আসছেন প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যার পেছনে সরাসরি সম্পৃক্ত বিদেশে থাকা প্রায় ৯০ লাখ শ্রমিক। এসব জনশক্তির আর্থিক নিরাপত্তায় শতভাগ বীমা সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যাতে অঙ্গহানি বা মৃত্যুজনিত ঘটনায় পুরো অঙ্কের আর্থিক সুবিধা প্রদানের নিশ্চয়তা দেয়া হবে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে খসড়া নীতিমালা। প্রবাসে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের আয়ের বড় উৎস। কিন্তুহঠাৎ চাকরি হারানো বা কর্মস্থলে দুর্ঘটনায়, ভাগ্য ফেরানোর স্বপ্ন নিরাশায় পরিণত হয় অনেকের, কেউ ফেরেন লাশ হয়ে। এসব ঘটনায় প্রবাসী শ্রমিকদের জীবনে নেমে আসে বিপর্যয়। আশার খবর হলো, এসব জনশক্তির আর্থিক ঝুঁকি মোকাবেলায় বীমা সুবিধার উদ্যোগ নিয়েছে সরকার, করা হয়েছে খসড়া নীতিমালা। এতে বলা হয়েছে, চাকরি হারালে, লে-অফ বা প্রতিষ্ঠান বন্ধ হলেও বীমার অর্থ পাবেন প্রবাসী জনবল। অঙ্গহানি বা মৃত্যুজনিত ঘটনায় পরিশোধ করা হবে পুরো অঙ্কের বীমাই, থাকবে স্বাস্থ্যসেবার সুবিধাও। হিসাব বলছে, কেবল গত বছরেই প্রবাসে কর্মসংস্থান হয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ বাংলাদেশীর; যা আগের বছরের চেয়ে ২ লাখ বেশি। আর বর্তমানে প্রবাসে কর্মরত সবমিলিয়ে প্রায় ১ কোটি। এ বীমা সুবিধার মাধ্যমে প্রবাসে কর্মরতদের আর্থিক নিরাপত্তা বাড়বে, সুরক্ষিত হবে দেশের রেমিটেন্স আয় এমন মন্তব্যই করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যে রফতানি বৃদ্ধির বাধা দূর করতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাজ্যে রফতানি বৃদ্ধির জন্য ট্রেড ব্যারিয়ার (বাণিজ্য বাধা) দূর করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সেনিটারি এ্যান্ড ফাইটো সেনিটারি (এসপিএস) ও টেকনিক্যাল ব্যারিয়ার অব ট্রেডের (টিবিটি) মতো প্রতিবন্ধকতা দূর করা হলে যুক্তরাজ্যে বাংলাদেশী পণ্যের রফতানি আরও বৃদ্ধি পাবে। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চুক্তি বা যৌথ ইকোনমিক কমিশন গঠন করলে যুক্তরাজ্য-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে। বুধবার যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টবিষয়ক স্টেট মিনিস্টার রোর্ড বাটিস-এর সঙ্গে একান্ত বৈঠকের সময় এ আহ্বান জানান তিনি। জেনেভায় সফররত তোফায়েল ১২ জুলাই রাতে এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭ সভায় যোগদান শেষে ওই বৈঠকে বসেন। ব্রেক্সিটের কারণে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশের সঙ্গে বাণিজ্যনীতির কোন পরিবর্তন হবে না, এমন ঘোষণার জন্য বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নত বিশ্বের কাছ থেকে এলডিসিভুক্ত দেশের জন্য ডিউটি ও কোটা ফ্রি এবং রুলস অব অরিজিন সিথিল সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা প্রয়োজন।
×