ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫০, ১৪ জুলাই ২০১৭

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

গ্রামীণফোন লিমিটেড তার শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি-জুন’১৭) মুনাফার ওপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ। বুধবার বিকালে অনুষ্ঠিত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে গত ৩০ জুন পর্যন্ত সময়ের তথা অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও তা অনুমোদন করা হয়। জানা গেছে, আলোচিত সময়ে গ্রামীণফোন লিমিটেড যে মুনাফা করেছে, তার ৯৮ শতাংশই লভ্যাংশ হিসেবে দিয়ে দিচ্ছে। আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১০ টাকা ৭২ পয়সা। অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট। অর্থাৎ ওই তারিখ পর্যন্ত যেসব বিনিয়োগকারীর কাছে শেয়ার থাকবে, কেবল তারাই লভ্যাংশ পাবার জন্য যোগ্য হবেন। -অর্থনৈতিক রিপোর্টার ডিবিএইচের ইপিএস বেড়েছে ১৬.৩৮ শতাংশ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জানুয়ারি-জুন১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএন) আগের তুলনায় ১৬.৩৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৬ টাকা)। যা আগের বছরে ইপিএস ছিল ৪.০৯ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ০.৬৭ টাকা বা ১৬.৩৮ শতাংশ। এছাড়া আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.৮০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩২.৭৩ টাকা। যা আগের বছরে একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭.৩৬ টাকা (নেগেটিভ) এবং এনএভিপিএস ছিল ২৯.৬২ টাকা। গত তিন মাসে (এপ্রিল-জুন১৭) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×