ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের কাতার সফরে রেক্স টিলারসন

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ জুলাই ২০১৭

ফের কাতার সফরে রেক্স টিলারসন

কাতারের ওপর আস্থা রাখতে পারছে না সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তাই যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে চুক্তি হওয়া সত্ত্বেও দেশটির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। কাতার সঙ্কট সমাধানে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। যদিও টিলারসনের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের মন্ত্রীদের বৈঠক কোন ফল ছাড়াই শেষ হয়েছে। এরপরও বৃহস্পতিবার তিনি আবারও কাতার সফরে যান। এএফপি। কাতারের ওপর সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞা আরোপের পর সৃষ্ট পরিস্থিতি অবসানের উপায় বের করাই টিলারসনের এই সফরের প্রধান উদ্দেশ্য। জঙ্গীবাদে অর্থ সরবরাহ বন্ধ করার বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও কাতার। কিন্তু সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন বলছে, যুক্তরাষ্ট্র্র্র ও কাতারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না তারা। কারণ তারা কাতারের ওপর বিশ্বাস বা আস্থা রাখতে পারছে না। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী নোরা আল কাবি বলেছেন, তারা এ চুক্তিটিকে খুব একটা বিশ্বাসযোগ্য মনে করছেন না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ২০১৩ ও ২০১৪ সালে কাতার দু’বার চুক্তি করে এবং সম্পূরক আরও একটি চুক্তিও হয় যেখানে সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে ঠেকানোর লড়াইয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। কিন্তু সবই ছিল মিথ্যা প্রতিশ্রুতি। কার্যত কিছুই তারা করেনি। তাই আমরা তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি।’ তবে এ চুক্তিকে ইতিবাচকই মনে হচ্ছে বলে জানান তিনি। একে অন্যের গলা টিপে ধরলেন তাইওয়ানের দুই নারী এমপি তাইওয়ানের দুই নারী এমপি নিজেদের মধ্যে কলহের এক পর্যায়ে একে অন্যের গলা টিপে ধরেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট সাই ইং ওয়েন পার্লামেন্টে বিতর্কিত সংস্কার কর্মসূচী উপস্থাপন করতে যাওয়ার আগে এ ঘটনা ঘটে। পার্লামেন্টে উচ্চকক্ষে প্রধান অবকাঠামো প্রকল্পের বিষয়ে শুনানির সময় বিরোধী দলীয় দুই নারী সংসদ সদস্য একে অপরের গলা চেপে ধরে মারামারিতে লিপ্ত হন।--এএফপি
×