ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মান চ্যান্সেলরের ফ্রান্স সফরের আগে সাক্ষাতকারে ম্যাক্রোঁ

ইউরোপে আরও জার্মান বিনিয়োগ প্রত্যাশা ফ্রান্সের

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ জুলাই ২০১৭

ইউরোপে আরও জার্মান বিনিয়োগ প্রত্যাশা ফ্রান্সের

ফরাসী ও জার্মান সরকারের যৌথ মন্ত্রিপরিষদ বৈঠকের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপে আরও বিনিয়োগের জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকে ইইউয়ের (ইউরোপীয় ইউনিয়ন) সংস্কার প্রসঙ্গ আলোচনার শীর্ষে রাখার সম্ভাবনা রয়েছে এবং বৈঠকের অভিপ্রেত বার্তাটি হচ্ছে, প্যারিস-বার্লিন জোট অটুট রাখা। এ জোটই ইইউয়ের সংহতিকে ধরে রেখেছে ৫৯ বছর ধরে। খবর ডয়েচভেল ও এএফপি অনলাইনের। ফরাসী প্রেসিডেন্ট ইউরোপে নতুন করে সরকারী ও বেসরকারী বিনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি সংবাদপত্র গ্রুপ ফুঁকে ও ফরাসী আঞ্চলিক দৈনিক কোয়েস্ট ফ্রান্সসে বলেন, দুই প্রতিবেশী দেশকে এক নতুন ব্যষ্টিক অর্থনৈতিক পারিপার্শ্বিকতার বিষয়টি অবশ্য স্বীকার করতে হবে। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি নতুন তথ্যপ্রযুক্তি (আইটি) প্রকল্প ও ন্যানো টেকনোলজি ও ব্যাটারি স্টোরেজের ওপর যৌথ কর্মসূচীর জন্য নতুন করে ১০০ কোটি ইউরোর (১১৪ কোটি মার্কিন ডলার) অর্থায়নের আহ্বান জানান। তিনি সাক্ষাতকারে ইইউ বিশেষ করে ইউরো জোনের সংস্কারের জন্য নতুন করে এ আহ্বান জানান। তিনি সংবাদপত্রের সাক্ষাতকারে বলেন, ইউরোপীয় চুক্তিগুলো একসময়ে পরিবর্তন করতে হবে। কারণ এগুলো অসম্পূর্ণ। আমরা এর পরিবর্তন করব কিনা, তা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, কখন এবং কীভাবে। কিন্তু জার্মানির পার্লামেন্ট নির্বাচনের তিন মাসেরও কম সময়ের মধ্যে ইউরোপ জোনের সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অগ্রসর হওয়া কঠিন হয়ে উঠবে প্যারিস ও বার্লিনের জন্য। ম্যাক্রোঁ তার নির্বাচনী প্রচার অভিযানের সময় প্রতিরক্ষা, নিরাপত্তা ও অভিবাসন ক্ষেত্রে ইইউয়ের সংহতি বৃদ্ধির জন্য ২৮ সদস্য রাষ্ট্রের এ সংস্থার সংস্কারে বেশকিছু উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটেনে গণভোটের পর ইইউয়ের ঐতিহাসিক মাসগুলোতে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেন। উল্লেখ্য, ব্রিটিশ গণভোটে ভোটাররা ইইউয়ের সঙ্গে দেশটির ৪০ বছরের বেশি সময়ের অংশীদারিত্ব ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। ফরাসী প্রেসিডেন্ট ইউরোজোনের জন্য একজন অর্থমন্ত্রীর পদ, পার্লামেন্ট ও একটি অভিন্ন বাজেট তৈরিরও প্রস্তাব দেন। এ ধরনের সংস্কারের জন্য প্রয়োজন হবে ইইউয়ের চুক্তিগুলোর পরিবর্তন। জার্মান করদাতাদের ঋণের বোঝা বইতে হতে পারে। এ আশঙ্কার জবাবে ম্যাক্রোঁ বলেন, তিনি জাতীয় ঋণকে ইউরোজোন ঋণের একটিমাত্র গ্রুপ রূপান্তরিত করার বিষয়টি সমর্থন করেন না। ম্যাক্রোঁ স্বীকার করেন, ফরাসী অর্থনীতির জরুরী সংস্কার প্রয়োজন। কিন্তু তিনি এ কথাও বলেন, ইউরোজোনে অস্বাভাবিক বিষয়গুলো শুদ্ধ করার দায়িত্ব জার্মানির ওপর বর্তায়। অন্যদিকে জার্মানির রয়েছে শক্তিশালী অর্থনীতি। কিন্তু এর রয়েছে জনসংখ্যা তাত্ত্বিক দুর্বলতা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য অসমতা এবং ইউরোপ এলাকায় অংশীদারিত্ব দায়িত্ব। মেরকেল ম্যাক্রোঁর সংস্কারের প্রতি স্বাগত জানিয়েছেন ব্যাপকভাবে।
×