ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিলা বিশ্বকাপ ক্রিকেট দ.আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৮:২০, ১৩ জুলাই ২০১৭

মহিলা বিশ্বকাপ ক্রিকেট দ.আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান মহিলা বিশ্বকাপ ক্রিকেটে বুধবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ফেবারিট অস্ট্রেলিয়া ও আয়োজক ইংল্যান্ড। টন্টনে ৮ উইকেটের বিশাল জয়ের পথে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছে প্রোটিয়া মেয়েরা। সাবনিম ইসমাইল (৩/১৪) ও ড্যান নিকার্কের (৪/২৪) বোলিং তোপে ৪০.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে লরা উলভারডট (৪৮*) ও মিগন ডু পেরেজের (৩৮*) ব্যাটে ভর করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দ.আফ্রিকা (১০৪/২, ২৩.১ ওভার) মহিলা দল। আর ব্রিস্টলে দিনের হাইভোল্টেজ-হাইস্কোরিং ম্যাচে ভারতকেও ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওপেনার পুনম রাউতের (১০৬) সেঞ্চুরি ও মেয়েদের ওয়ানডেতে ক্যারিয়ার-সর্বোচ্চ রানের রেকর্ড গড়া অধিনায়ক মিতালি রাজের (৬৯) হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেটে ২২৬ রানের স্কোর গড়ে ভারত। জবাবে অধিনায়ক ও বড় তারকা মেগ ল্যানিং (৭৬*) ও এলিস পেরির (৬০*) জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৪৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অসি মেয়েরা। আউট হওয়ার আগে ওপেনার নিকোল বোল্টন ৩৬, বেথ মুনি ৪৫ রান করে দলকে শক্ত ভিত এনে দেন। একই দিনে ডার্বি ক্রিকেট গ্রাউন্ডে কিউইদের বিপক্ষে ৭৫ রানের দাপুটে জয় পেয়েছে আয়োজক ইংল্যান্ডের মেয়েরাও। নাতালি স্কিভার সেঞ্চুরি (১২৯), টেমি বিমন্টের (৯৩) প্রায় সেঞ্চুরির দুটি অসাধরণ ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ২৮৪ রানের পাহাড়সম স্কোর গড়ে ইংলিশরা। জবাবে ২০৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ডের মেয়েরা। এ্যালেক্স হার্টলে ৩, এ্যান্নি শোরসোল ও জেনি গুন নেন ২টি করে উইকেট।
×