ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজানে হামলা

আটক হাসনাত রেজার জামিন ফের নাকচ

প্রকাশিত: ০৮:২০, ১৩ জুলাই ২০১৭

আটক হাসনাত রেজার জামিন ফের নাকচ

কোর্ট রিপোর্টার ॥ বহুল আলোচিত রাজধানীর অভিজাত এলাকা গুলশানে হলি আর্টিজানে জঙ্গী হামলার ঘটনায় আটক হাসনাত রেজা করিমের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন। হাসনাত করিমের আইনজীবী আব্দুল মান্নান খান জামিন আবেদনটি করেছিলেন। মামলার এজাহারে হাসনাত করিমের নাম না থাকার বিষয়টি শুনানিতে তুলে ধরেন হাসনাত করিমের আইনজীবী। শুনানিতে হাসনাত করিমের আইনজীবী বলেন, অন্য কোন আসামির জবানবন্দীতে হাসনাত করিমের নাম আসেনি। মোবাইল কললিস্টে হাসনাত করিমের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। কোন কুচক্রী মহল হাসনাত করিমকে জড়িয়েছে। হাসনাত করিম কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন। ওকালতনামায় আইনজীবী শাহদীন মালিকের নাম থাকলেও তিনি শুনানিতে ছিলেন না। আসামি হাসনাত করিমকেও আদালতে আনা হয়নি। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার নাজিম উদ্দিন বলেন, হলি আর্টিজানের মামলায় হাসনাত করিমের জড়িত থাকার প্রাথমিক তথ্য মিলেছে। অভিযোগপত্রে তার নাম আসার সম্ভাবনা রয়েছে। উভয়পক্ষের বক্তব্য শেষে জামিন আবেদন নাকচ করে দেন বিচারক।
×