ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসিতে রদবদল নীলনক্সার অংশ ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১৮, ১৩ জুলাই ২০১৭

ইসিতে রদবদল নীলনক্সার অংশ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ে ব্যাপক রদবদল একটি সুদুরপ্রসারী নীলনক্সার অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সুইস ব্যাংকে অর্থ লেনদেন নিয়ে সংসদে অর্থমন্ত্রীর বক্তব্য শাক দিয়ে মাছ ঢাকার মতো মন্তব্য করে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢেকে লাভ হবে না। রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ডিসেম্বর থেকে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে অশুভ উদ্দেশে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে গণবদলি ও পদোন্নতির ঘটনা ঘটানো হয়েছে কিনা, সেটি নিয়ে সবার মনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এটা একটা চক্রান্তের জাল বিস্তারের আলামত কিনা, সেটাই দেশের ভোটারদের এখন ভাবিয়ে তুলেছে। রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান কমিশনার মাহবুব তালুকদার। তিনি গণবদলি ও পদোন্নতির ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে একটি দৈনিক পত্রিকার খবরে প্রকাশিত হয়েছে। কমিটির প্রধান এ বিষয়ে ইসি সচিবকে নোট দিয়েছেন। রিজভী বলেন, এই চাঞ্চল্যকর ঘটনা দেশবাসীর মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। এতে নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তাও ক্ষুব্ধ হয়েছেন। এ ঘটনায় কমিশনের শুধু ভাবমূর্তিই নষ্ট হয়নি নির্বাচন কমিশনের কর্মকা- প্রশ্নের সম্মুখীন হয়েছে।
×