ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় কোরবানির পশুর ২২ অস্থায়ী হাট বসবে

প্রকাশিত: ০৮:১০, ১৩ জুলাই ২০১৭

ঢাকায় কোরবানির পশুর ২২ অস্থায়ী হাট বসবে

স্টাফ রিপোর্ট ॥ রাজধানীতে আগামী কোরবানির ঈদে পশু কেনা-বেচার জন্য ২২টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৯টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ১৩ হাটের ইজারার জন্য বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে। ঈদ-উল-আযহার আগের তিন দিন এসব অস্থায়ী হাট বসবে। ডিএনসিসি সূত্র জানায়, কুড়িল, মোহাম্মদপুরের বসিলা ও মিরপুর ডিওএইচএস এলাকায় নতুন তিনটি অস্থায়ী হাট বসাবে ডিএনসিসি। তবে গতবছর হাট বসেছিল, এমন কিছু স্থানে বিভিন্ন সমস্যার কারণে হাট বসাবে না। এর বাইরে উত্তরার ১৫ নং সেক্টর, খিলক্ষেত বনরূপা, আশিয়ান সিটি, ভাটারার সাঈদ নগর, আফতাব নগর, মিরপুরের ৬ নং সেকশনে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ডিএসসিসি সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার, উত্তর শাজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, কমলাপুর বাদ্রার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের রাস্তার পূর্ব পাশের খালি জায়গা, ঝিগাতলার হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলার ইস্ট এ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলার শ্মশান ঘাটের খালি জয়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, কদমতলী এলাকার শ্যামপুর বালুর মাঠ, ধোলাইখাল এলাকার সাদেক হোসেন খেলার মাঠ সংলগ্ন ট্রাক টার্মিনাল ও খালি জায়গায় অস্থায়ী হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
×