ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সংস্কৃতি কর্মীদের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: ০৭:৫৮, ১৩ জুলাই ২০১৭

না’গঞ্জে সংস্কৃতি কর্মীদের ওপর হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাষাঢ়া শহীদ মিনারেই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা নারায়ণগঞ্জ জেলা কমিটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ। সংগঠনের নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, ন্যাপের মহানগর শাখার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতির জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন ও হামলার শিকার সঙ্গীত শিল্পী অমল আকাশ প্রমুখ। প্রধান অতিথি অধ্যাপক আনু মুহম্মদ মঙ্গলবার চাষাঢ়া শহীদ মিনারে হামলার ঘটনা প্রসঙ্গে বলেন, যারা শহীদ মিনারে হামলা করেছে এতে তাদের শক্তির বহির্প্রকাশ ঘটেনি। বরং তারা যে সাধারণ মানুষের দাবির কাছে ভীত তারই বহির্প্রকাশ ঘটেছে। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার হলে তাদের লোকজন কিভাবে শহীদ মিনারে হামলা করে। কারণ, শহীদ মিনার হচ্ছে প্রতিবাদের প্রতীক, মাথা নত না করার প্রতীক। তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে, ততই আমাদের আরও সোচ্চার হতে হবে।
×