ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে নদী প্রতিরক্ষা ব্যয় বেড়েছে ২৫ কোটি টাকা

প্রকাশিত: ০৭:৫৭, ১৩ জুলাই ২০১৭

পদ্মা সেতুতে নদী প্রতিরক্ষা ব্যয় বেড়েছে ২৫ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা বহুমুখী সেতুতে নদী প্রতিরক্ষামূলক কাজের ব্যয় বেড়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকা। প্রকল্পটির মূল নদী শাসন প্রকল্প সংলগ্ন উজানে মাওয়া পুরাতন ফেরিঘাট থেকে কান্দিপাড়া-যশোলদিয়া অংশে নদী প্রতিরক্ষামূলক কাজে এই ব্যয় বেড়েছে। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
×