ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে বিদ্যুত প্রতিমন্ত্রী

রাজধানীর বর্জ্য থেকে দৈনিক ৬০ মে.ও বিদ্যুত উৎপাদন সম্ভব

প্রকাশিত: ০৭:৪৯, ১৩ জুলাই ২০১৭

রাজধানীর বর্জ্য থেকে দৈনিক ৬০ মে.ও বিদ্যুত উৎপাদন সম্ভব

সংসদ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার বর্জ্য থেকে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ ৬ থেকে ৭ হাজার মেট্রিক টন। উৎপাদিত এই বর্জ্যরে মাত্র অর্ধেক পরিমাণ বর্জ্য স্তূপীকরণ এলাকা বা ডাম্পিং সাইটে পাওয়া যায়। এই পরিমাণ বর্জ্য দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা সম্ভব। তিনি আরও জানান, সুষ্ঠু পরিবেশসম্মত নগর গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে বর্জ্য থেকে বিদ্যুত ও এনার্জি উৎপাদন করা যায় তা নিয়ে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী স্টাফ রিপোর্টার জানান, বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে সামিটগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাত দিনে দিনে বড় হচ্ছে। বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুত উৎপাদন, সঞ্চালন, বিতরণে ৮৫ বিলিয়ন মার্কিন ডলার, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রি-পেমেন্ট মিটার ও নবায়নযোগ্য জ্বালানিতেও লাভজনক বিনিয়োগ করার অবকাঠামো তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী, বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘পাওয়ার সামিট ২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সামিটটিতে ২০টি দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে। সামিটে সরকারী নীতিমালা ও ভিশন-২০৩০, বিদ্যুত উৎপাদনের বহুমুখিতা ও নতুনত্ব, নবায়নযোগ্য জ্বালানি ও পল্লীবিদ্যুত, বিনিয়োগ ফ্রেমওয়ার্ক জ্বালানি দক্ষতা ও ডিজিটাল ব্যবহার, স্মার্ট গ্রীড, সঞ্চালন ও বিতরণ, ইঞ্জিনিয়ারিং ও অপারেশন এবং মেইনটেন্যান্স কৌশল নিয়ে আলোচনা হয়।
×