ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চকে বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৮, ১৩ জুলাই ২০১৭

চকে বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২ জুলাই রাজধানীর চকবাজারে একটি দোকানে কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। টানা দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা যান জাকির হোসেন নামের দোকানটির এক কর্মচারী। এ নিয়ে কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হলো। দগ্ধ অপর দুইজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বুধবার বেলা এগারোটার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের (২৪) মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। কারণ জাকিরের শ্বাসনালীসহ শরীরের অত্যন্ত স্পর্শকাতর অংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন থাকা দোকান মালিক মামুনের শরীরের ১৮ শতাংশ ও দোকান কর্মচারী শামীমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। চকবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অমিতাভ জানান, জাকিরের পিতার নাম কাঞ্চন মাল। বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সুজাবাত গ্রামে। লাশ নিহতের মা ও তার চাচাত ভাই সজীবের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় সজীব বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
×