ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজের রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি ॥ ২৪ ঘণ্টার অভিযানে বৃদ্ধকে উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৫, ১৩ জুলাই ২০১৭

নিজের রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি ॥ ২৪ ঘণ্টার অভিযানে বৃদ্ধকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্স করা রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি দেয়া বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমানকে অবশেষে চব্বিশ ঘণ্টা পর পুলিশ জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুর বারোটা থেকে রাজধানীর রামপুরার উলন রোডের ১৯৯/এ নম্বর বাড়ির নিচ তলায় ৮০ বছর বয়সী আব্দুর রহমান নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে আত্মহত্যা করার হুমকি দিয়ে আসছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান শুরু করে। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, তাকে উদ্ধার করতে গেলেই নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। আব্দুর রহমান পাকিস্তান আমলে বিমানবাহিনী থেকে অবসর নেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। রামপুরার উলন রোডের চারতলা বাড়ির মালিক তিনি। তার তিন মেয়ে ও এক ছেলে বিদেশ থাকেন। বাড়ির নিচতলায় স্ত্রী, এক ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি নিয়ে থাকেন। মাঝে মাঝেই তিনি রেগে যেতেন। পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, মঙ্গলবার দুপুর বারোটার দিকে নিজের বেডরুমে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চিৎকার শুরু করেন তিনি। ওই সময় তার স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি ছুটে গেলে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ জানালা দিয়ে দেখতে পায় বৃদ্ধ কখনও বিছানায় শুয়ে পড়েন আবার উঠে রিভলবার নিয়ে মহড়া দিচ্ছেন। দরজা খোলার কথা বলতে গেলেই তিনি মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করার হুমকি দিচ্ছিলেন। এই অবস্থায় মঙ্গলবার বিকেলে ওই বৃদ্ধ গুলি ছুড়লে রাস্তার পাশের সেলুনের দোকান কর্মচারী নারায়ণ আহত হন। মঙ্গলবার সারারাত পুলিশ ওই বাড়িতে অবস্থান করে। রাতেও ঘরের ভেতর থেকে ওই বৃদ্ধ পরপর দুই রাউন্ড গুলি ছুড়েন। বুধবার সকাল থেকে বৃদ্ধের পুত্রকে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করা হয়। ওই কক্ষটি কাঠের দেয়াল দিয়ে দুই ভাগ করে একটি দোকান ভাড়া দেয়া হয়েছে। পুলিশ বৃদ্ধের কক্ষে প্রবেশের জন্য ওই দোকানের পিছনের কাঠের দেয়ালের কিছু অংশ কেটে ফেলে। পরে মিস্ত্রি এনে দরজার লকও ভেঙ্গে ফেলে। রামপুরা থানার ওসি আরও জানান, দরজা বন্ধ করে ২৪ ঘণ্টা ধরে অবস্থানের সময় বৃদ্ধ ওই কক্ষের ফ্রিজের খাবার খেয়েছেন। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বৃদ্ধ অনেকটা দুর্বল হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি তার রিভলবারটি একটি ব্যাগে ভরেন। এটা দেখার পরই দরজা খুলে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘর থেকে রিভলবারের ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ৫ বার গুলি করেছেন। তার রিভলবারটি জব্দ করা হয়েছে। অস্ত্রের লাইসেন্সটি বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে ওসি জানান।
×