ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিতে আগুনে বাংলাদেশীসহ ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৪, ১৩ জুলাই ২০১৭

সৌদিতে আগুনে বাংলাদেশীসহ ১১ জনের মৃত্যু

বিডিনিউজ ॥ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশে একটি ঘরে আগুনে ১১ শ্রমিক নিহত হয়েছেন, যাদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের এ অগ্নিকাণ্ডে ছয়জন আহত হয়েছেন। তারাও বাংলাদেশ ও ভারতের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কয়জন বাংলাদেশী সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও লেবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সৌদির সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে, “অগ্নিনির্বাপণকর্মীরা একটি পুরাতন বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে, যেখানে বাতাস চলাচলের জন্য জানালা ছিল না। ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ছয়জন আহত হয়েছেন। হতাহতদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে সিভিল ডিফেন্সের তথ্য। ছয় জনের শিরচ্ছেদ সৌদি আরবের রাজধানী রিয়াদে বিভিন্ন অপরাধে একদিনে ছয় অভিযুক্তের শিরñেদ করা হয়েছে। সোমবার বিকেলের দিকে রিয়াদের ধীরা মসজিদের মাঠে ওই ছয়জনের শিরñেদ করা হয়, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ শিরñেদ। সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি এবং মাদক পাচারের অপরাধের জন্য দেশটিতে সর্বোচ্চ সাজার বিধান অনুযায়ী এ ছয়জনের শিরñেদ করা হয়। নিহতদের মধ্যে মাদক চোরাচালানে অভিযুক্ত এক পাকিস্তানির শিরñেদ করা হয়েছে। অপর পাঁচজন সৌদি নাগরিক, যাদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত।
×