ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটার মিতালি রাজের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জুলাই ২০১৭

ক্রিকেটার মিতালি রাজের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মিতালি রাজকে বলা হয় ভারতীয় প্রমীলা ক্রিকেটের শচীন টেন্ডুলকর। নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক এখন মিতালি। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান নারী বিশ্বকাপের ম্যাচে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেয়ার পথে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এতদিন সর্বোচ্চ রান ছিল প্রাক্তন ইংল্যান্ড তারকা শার্লট এডওয়ার্ডসের। ১৯১ ম্যাচে ৫৯৯২ রান তার। ৮ ম্যাচ কম খেলেই সেই রান টপকে গেলেন মিতালি। সেই সঙ্গে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে ৬০০০ রানের মাইলস্টোনও পেরিয়ে (১৮৩ ম্যাচে ৬,০২৮) গেলেন ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার। গত মে মাসেই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন ঝুলন গোস্বামী। এবার সর্বোচ্চ রানের মালিক আরেক ভারতীয়। সবমিলিয়ে মহিলা ক্রিকেটে ভারতেরই জয়জয়কার। মিতালি বর্তমান দলের অধিনায়ক। ১৯৯৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন। খেলেছেন ১০ টেস্ট, ১৮২ ওয়ানডে ও ৬৩টি টি২০ ম্যাচ। টেস্ট-ওয়ানডে মিলিয়ে ঝুলিতে ৬টি সেঞ্চুরি। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে মেয়েরা। মেয়েদের ক্রিকেট এখন নিয়মিতই আসছে সংবাদ শিরোনামে। যদি প্রশ্ন করা হয়, পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক কে? একবাক্যে সবাই বলবেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকরের নাম। এবার নারীদের ক্রিকেটে চলমান কিংবদন্তি তার দেশেরই মিতালি।
×