ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাক মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) যুক্তরাষ্ট্রে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা

খেলবেন মেসি, নেই রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২৪, ১৩ জুলাই ২০১৭

খেলবেন মেসি, নেই রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) খেলবে দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আসরটি। এই আসরে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল। তবে বার্সিলোনা ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। পূর্ণশক্তির দল নিয়েই মার্কিন মুলুকে যাচ্ছে কাতালানরা। ফিফা কনফেডারেশন্স কাপের সময় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগেই রাশিয়া ছাড়েন রোনাল্ডো। যমজ সন্তান দেখতে দেশে ফেরেন তিনি। যুক্তরাষ্ট্র সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ২৩ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিরুদ্ধে এল ক্লাসিকো ২৯ জুলাই। রোনাল্ডোহীন সেই রোমাঞ্চ দেখতে হবে আমেরিকার দর্শকদের। সি আর সেভেন না থাকলেও করিম বেনজামা, গ্যারেথ বেল, টনি ক্রুসদের নিয়ে মাঠে নামবে রিয়াল। বার্সিলোনার প্রথম ম্যাচ ২২ জুলাই, জুভেন্টাসের বিরুদ্ধে। মেসির সঙ্গে সুয়ারেজ, নেইমারকে নিয়েই আমেরিকা উড়াল দিচ্ছে দলটি। বার্সার অন্য তারকারা থাকলেও মূল গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন থাকছেন না। জার্মানিকে কনফেডারেশন্স কাপ জিতিয়ে দেশে ফিরেছেন তিনি। দলের সঙ্গে যোগ দিতে দেরি হবে তার। রিয়াল তাদের সেরা তারকাকে বিশ্রাম দিলেও নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডের অধীনে পূর্ণশক্তির দল নিয়েই নতুন মৌসুমের প্রস্তুতিতে চোখ রাখছে বার্সা। আক্রমণভাগে ‘এমএসএন’ খ্যাত মেসি-সুয়ারেজ-নেইমার তো আছেনই। জ্যাভিয়ের মাশ্চেরানো, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ ও আরডা টুরানও আছেন। টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে চলে গেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমের সাফল্য ধরে রাখতে ভালভাবে প্রস্তুতি সেরে নেয়ার লক্ষ্য গ্যালাক্টিকোদের। ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ থেকে রিয়ালের সাধারণ সমর্থকরা এবার নতুন মৌসুমে ছয়টি শিরোপাই জিততে চায়। ২০১১-১২ মৌসুমের পর গত মৌসুমেই লীগ শিরোপা উঠেছে রিয়ালের ঘরে। এরচেয়েও বড় কৃতিত্ব কোচ জিনেদিন জিদানের অধীনে রিয়ালের টানা দুইবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। চ্যাম্পিয়ন্স লীগ নাম হওয়ার পর টানা দুইবার আর কোন দলই টুর্নামেন্ট জিততে পারেনি। গত ৫৮ বছরের মধ্যে দুই মৌসুমের চক্রে চ্যাম্পিয়ন্স লীগ-লীগ-চ্যাম্পিয়ন্স লীগ জয়ী একমাত্র দলও রিয়াল। এত সাফল্যের পরও রিয়ালে বড় একটা শূন্যতা আছে।
×