ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লঙ্কান ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই দায়িত্ব ছাড়লেন ম্যাথুস

চান্দিমাল টেস্ট অধিনায়ক, রঙিন পোশাকে থারাঙ্গা

প্রকাশিত: ০৬:২১, ১৩ জুলাই ২০১৭

চান্দিমাল টেস্ট অধিনায়ক, রঙিন পোশাকে থারাঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার দায় মাথায় নিয়ে শ্রীলঙ্কার নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এ্যাঞ্জেলো ম্যাথুস। চব্বিশ ঘণ্টা না পেরোতেই নতুন অধিনায়ক বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। কারণটা অনুমেয়, শুক্রবার শুরু জিম্বাবুইয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। এখন থেকে সাদা পোশাকের গুরুদায়িত্ব স্টাইলিশ এই ব্যাটসম্যানের ওপর। আর ওয়ানডে ও টি২০’র নেতৃত্ব দেয়া হয়েছে উপুল থারাঙ্গাকে। যিনি ম্যাথুসের ডেপুটি হিসেবে কয়েকটি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন। এমনিতে লঙ্কান ক্রিকেটে সময়টা ভাল যাচ্ছিল না। তার ওপর ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুইয়ের কাছে পাঁচ ওয়ানডের দীর্ঘ সিরিজে (৩-২এ) হেরে বসে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দায় স্বীকারের পাশাপাশি ২০১৯ বিশ্বকাপের আগেই যাতে নতুন অধিনায়ক তৈরি হতে পারে সে কারণেই সরে দাঁড়ানোÑ জানিয়েছেন ক্রিকেটে দিশেহারা দেশটির সময়ের বড় মুখ ম্যাথুস। গত দু’তিন দিনে লঙ্কান ক্রিকেটে মাঠ ও মাঠের বাইরে অনেক নাটকীয় ঘটনাই ঘটে গেছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজে হারের পর ম্যাথুস বলেছিলেন, এখনই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন না। তবে বিষয়টি নিয়ে ভাবছেন। ওই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন তিনি। সেটিও বুধবার মধ্যরাতের ঘটনা। পর্দার আড়ালে হয়তো অনেক কিছুই ঘটে গেছে। দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ম্যাথুস অবশ্য ভবিষ্যতের ভাবনাটাকেই বড় করে দেখছেন, ‘আমি নতুন অধিনায়ককে আগামী বিশ্বকাপের জন্য তার দল গড়ে তুলতে যথেষ্ট সময়ও দিতে চেয়েছিলাম। এটি আমার সরে যাওয়ার অন্যতম কারণ।’ বাকি কারণ যে সম্প্রতি ব্যর্থতা সেটিও গোপন করেননি, ‘আমরা আসলে চোখে পড়ার মতো খারাপ ক্রিকেট খেলেছি। এটা স্বীকার করতেই হবে।’ তিনি আরও যোগ করেন, ‘এর আগেও একাধিকবার আমি সরে যেতে চেয়েছিলাম। কিন্তু সে সময় চাইনি দলের ওপর এর প্রভাব পড়ুক। মূল কারণ ছিল অধিনায়কের দায়িত্ব নেয়ার মতো কেউ ছিল না। ব্যক্তিগত চাওয়ার চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেছিলাম। আমার মাথায় দুটি ভাবনা চলছিল। এটাই কী সঠিক সময়? এখন আমার মনে হচ্ছে, যোগ্য বিকল্প আমরা পেয়ে গেছি, যারা আমার বদলে দায়িত্ব নিতে পারবে। তারা আমার চেয়ে সফল ও ভাল অধিনায়ক হবে, আমি নিশ্চিত।’ জিম্বাবুইয়ের কাছে এমন হার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অধ্যায় উল্লেখ করে ম্যাথুস জানিয়েছেন, মূলত এর পরই তিনি নির্বাচকদের সঙ্গে কথা বলেন এবং নেতৃত্ব ছাড়ার বিষয়টি তাদের বোঝাতে সক্ষম হন। ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পাওয়া ম্যাথুস শ্রীলঙ্কাকে ৩৪টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ১২টি টি২০তে নেতৃত্ব দিয়েছেন। তবে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশানবিহীন তারকাশূন্য দলটির হয়ে বলার মতো সাফল্য পাননি। এক সময় ম্যাথুসের পর চান্দিমালকেই ভাবা হতো লঙ্কান ক্রিকেটের ভবিষ্যত। টি২০তে পূর্ণাঙ্গ এবং ওয়ানডেতে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কত্বও করেছেন। কিন্তু ফর্মহীনতায় অনিয়মিত হয়ে পড়লে সম্প্রতি রঙিন পোশাকের দায়িত্বে দেখা যায় থারাঙ্গাকে। ম্যাথুস-রঙ্গনা হেরাথের (ভারপ্রাপ্ত) পর দেশটির পনেরতম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে চান্দিমালের। শ্রীলঙ্কা টেস্ট দল ॥ দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, এ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান দিকওয়েলা, দিমুথ করুণারতেœ, দানুশকা গুনাথিলকে, কুশল মেন্ডিস, অসেলা গুনারতেœ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, বিশ্ব ফারনান্দো, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা।
×